Monday, September 10, 2012

** মোবাইল দিয়ে facebook এর পুরোনো album এ ছবি যোগ করুন **

আমাদের প্রায়  অনেকেই মোবাইলে fb চালাই। যাদের PC আছে তারাও অনেক সময় মোবাইলে ফেইসবুক চালায়।
কিন্তু সমস্যা হলো কম দামি ফোন গুলো থেকে ফেইসবুকে Photo Album তৈরী করা যায় না এর আগের পোষ্টে কিভাবে নতুন album খুলবেন তা দেখিয়েছি। নতুন album খোলার পোষ্টটি পড়তে এখানে ক্লিক করুন।  এখন সমস্যা পুরোনো album এ ফটো add করা যায় না।
আজ আমি শিখাবো কিভাবে পুরোনো album এ ছবি upload করবেন?


প্রথমে album এ ছবি আপলোড করার জন্য এখানে ক্লিক করুন

এখানে ক্লিক করলে আপনার এলবাম লিস্ট পাবেন।
প্রথমে আপনি আপনার কোন এলবামে ছবি যোগ করতে চান তা সিলেক্ট করুন। 
আপনার ফটো এলবাম সিলেক্ট করার পর 'Add Photos' এ ক্লিক করুন, 
তারপর '+Add More Photos' এ ক্লিক করলে আপনি ফোটো আপলোড করার ৫ টি বক্স পাবেন।

এখন বক্সে ক্লিক করে মোবাইল অথবা মেমোরি থেকে আপার পছন্দের (এক সাথে সর্বোচ্চো ৫ টি) ছবি সিলেক্ট করে 'Upload Photos' এ ক্লিক করুন। আপলোড করার জন্য আপনার অনুমতি চাইলে 'Yes' দিন। 
আপলোড সাকসেস হলে ছবির লিস্ট আসবে। ছবি গুলি পাবলিশ করতে চাইলে 'Done' এ ক্লিক করুন। 
আপনার কাজ শেষ....
:-)

Free Adult Fun


0 comments:

Post a Comment