Friday, November 9, 2012

হ্যাকিং থেকে ফেসবুককে রক্ষা করুনঃ

ফেসবুক এর সর্বোচ্চ নিরাপত্তার জন্য অনেক আগে থেকে শুরু হয়েছে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন নামে একটি পদ্ধতি।
যা দিয়া যে কেউ তার একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করতে পারবে।
এটা  কম্পিউটার থেকে চালু করতে হবে।
নিয়ম টি হলো……
প্রথম এ আপনার ফেসবুক একাউন্ট থেকে Account Settings এ যানঃ
তারপর  Security অপশনে ক্লিক করে  Log in Approval এ ক্লিক করুনঃ

এরপর  Require me to enter a security code sent to my phone এ টিক দিলে নতুন বক্স ওপেন হবে সেখানে আপনার একাউন্টে আগে থেকে Mobile number add করা না থাকলে এড করতে বলবে, এড করে verify করে নিন।
আর নাম্বার আগে verify করা থাকলে আপনার মোবাইলে একটা ৬ ডিজিটের কোড আসবে সেটা নির্ধারিত বক্সে লিখে Save Changes এ ক্লিক করুন।
যদি আপনার ফেসবুক আইডিতে কোন মোবাইল নাম্বার  যুক্ত করা না থাকে তাহলে আপনাকে তা যুক্ত করতে হবে।
এখন থেকে ফেসবুকে নতুন কোন কম্পিউটার ডিভাইস / মোবাইল থেকে লগইন করতে গেলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে্ এসএমএসে আপনি একটি কোড পাবেন। ঐ কোড ব্যবহার করে আপনি লগইন করতে পারবেন। এটা ছাড়া ফেসবুকে লগইন করা যাবে না।এভাবে হ্যাকিং থেকে আপনার একাউন্ট রক্ষা পাবে। 
এই সুবিধা সব কয়টি অপারেটরেই পাওয়া যাবে তবে শুধু গ্রামীনফোন ও বাংলালিংকে এটা এখনো সম্পূর্ন্য ফ্রী।


Top Mobile Games & Apps
 

6 comments:

  1. Computar a ai options ta ni.ki vabe pabo??

    ReplyDelete
  2. অবশ্যই আছে, ভালো ভাবে দেখুন।

    ReplyDelete
  3. ভাই,,,,ফে.বু. একাউন্ট টেম্পোরারি লক থেকে বাঁচানোর কোন উপায় যদি বলেন তো ভালো হয়

    ReplyDelete
    Replies
    1. Log In Approval চালু করেন। তাহলেই হবে।

      Delete
  4. Code আসতে দেরি করে কি করব?

    ReplyDelete