Saturday, October 20, 2012

ফেসবুকে বন্ধু বানানোর অনুরোধ - ব্লক হবার কিছু কারনঃ

ফেসবুকে বেশি বেশি বন্ধু বানাতে পারছেন না? মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো যাচ্ছে না? মাঝেমধ্যেই হয়তো আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ফেসবুক আটকে দিচ্ছে (ব্লক করা) দিচ্ছে দুই বা পাঁচ দিনের জন্য। অপরিচিত কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোটা ফেসবুকের অপব্যবহারের (মিসইউজ) মধ্যে পড়ে। এই সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার ঠেকাতে ফেসবুক মাঝে মাঝে এই কাজটি করে থাকে। এমনকি অনেক সময় পরিচিত কাউকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে দিচ্ছে না ফেসবুক।


ফেসবুক কাজ করে তার প্রোগ্রাম মেনে। প্রোগ্রাম আবেগ বোঝে না, যুক্তি বোঝে। আপনি কারও কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে চান। এখন ফেসবুক কীভাবে বুঝবে, আপনি তার পরিচিত। এর জন্য ফেসবুক যে জিনিসগুলো যাচাই করে, তা হলো আপনার সঙ্গে তার ‘মিউচুয়াল ফ্রেন্ড’ কতজন, আপনি আর তিনি একই স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন কি না, আপনারা দুজন সহকর্মী কি না ইত্যাদি। এ ছাড়া আপনার ও তাঁর নেটওয়ার্ক একই কি না, একই এলাকায় বাস করেন কি না বা একই এলাকায় আপনাদের বাড়ি কি না? এই প্রশ্নগুলো যাচাই করে ফেসবুক বুঝতে পারে, আপনি তাঁর পরিচিত কি না। তা ছাড়া আপনি যাদের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, তারা সবাই কি আপনাকে গ্রহণ করেছে, নাকি বেশির ভাগই আপনাকে গ্রহণ করেনি। 
এগুলো যাচাই করে ফেসবুক বুঝতে পারে, আপনি ফেসবুকের অপব্যবহার করছেন কি না। অপব্যবহার করলে প্রথমে দুই দিন, তারপর পাঁচ দিন আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো আটকে রেখে ফেসবুক আপনাকে সতর্ক করে। আপনি তার পরও সতর্ক না হলে ১৫ দিন, এক মাস, দুই মাস ব্লক থাকবে। তার পরও আপনি সতর্ক না হলে পরে ফেসবুক অ্যাকাউন্টই নিষ্ক্রিয় (ডিজেবল) হয়ে যায়। অনেক সময় ফেসবুক আপনার অ্যাকাউন্টটি ব্লক করে রাখে। তখন জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফেসবুক কর্তৃপক্ষের কাছে জমা দিলে তখন ফেসবুক কর্তৃপক্ষ আবার অ্যাকাউন্ট ছেড়ে দেয়। তাই একেবারে অপরিচিত কাইকে ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠানো ঠিক নয়।


0 comments:

Post a Comment