Tuesday, October 9, 2012

ইউটিউব ভিডিও ডাউনলোড করুন কোন সফটওয়্যার ছাড়াই

আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ইউটিউব থেকে প্রায়ই ভিডিও
ডাউনলোড করেন। কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউন-লোড করার সবচেয়ে বড়  সমস্যা হল সেখানে থেকেসরাসরি ডাউন-লোড করার
কোন উপায় নাই।  তাই অনেকেই আইডি-এম,ডিএপি সহ আর অন্যান্য ডাউন-লোড করার সফটওয়্যার
ইউজ করেন। তারপরেও দেখা যায় অনেক সময়ই সেই সফটওয়্যার কাজ করে না। হয়তো মেয়াদ শেষ নয়ত অন্য কোন কারণে। তারপর আবার আসব থার্ড-পার্টি সফটওয়্যার ইউজ করে ডাউন-লোড করলে আপনার ব্রাউজার স্লো কবে অনেক অংশে।
এবার আসি কাজে কথায়।

আমি আজ আপনাদেরকে যে উপায় টি বলব তার মাধ্যমে আপনি খুব সহজেই একটি ইউটিউব ভিডিওকে প্রায় ৫-৭টি ফরম্যাটে ডাউন-লোড করতে পারবেন এবং কোন প্রকার
সফটওয়্যার ছাড়াই। কি বিশ্বাস হচ্ছে না?
চলুন তাহলে দেখা যাক…

প্রথমে আপনার Youtube এর ভিডিও টি প্লে করুন। এখন এড্রেস বার এর থেকে ভিডিও লিঙ্ক টি এডিট

করে " https://www. " এই অংশটুকু বাদ দিয়ে " SS " টাইপ করে Enter করুন।এরপর দেখবেন যে আপনার

পছন্দ মত Format এর Video ডাউনলোড করার Option এসে গেছে।

Example: ধরুন আপনার পছন্দদের ভিডিও টির লিঙ্ক টি হচ্ছে

https://www.youtube.com/watch?vk4njsj78d

এটি কে Edit করে ssyoutube.com/watch?vk4njsj78d  লিখে এন্টার করুন।

0 comments:

Post a Comment