Thursday, October 4, 2012

YAHOO! Messenger এর শর্টকাট কি


বাংলাদেশের অধিকাংশ ব্যাবহারকারী PC 2 PC Call, Instant Maessege, Video Confarence, Chat করার জন্য YAHOO! Messenger ব্যবহার করে থাকেন। আমার মনে হয় অনেকেই এর শর্টকাট কি ও এর কাজ সর্ম্পকে জানেন না আবার অনেকে জানেন। যারা জানেন না তাদের জন্য এই টিপস।


Ctrl + B = লেখা Bold করার জন্য
Ctrl + I = লেখা Italic করার জন্য
Ctrl + U = লেখায় Under Line দেয়ার জন্য
Ctrl + G = Buzzes দেয়ার জন্য
Ctrl + H = Contacts Main Window তে প্রদর্শিত হবে।
Ctrl + M = Instant Message Send এর জন্য।
Ctrl + T = SMS Send এর জন্য।
Ctrl + L = Call করার জন্য।

Ctrl + Y = e-Mail send করার জন্য।
Ctrl + Shift + A = Contact Add করার জন্য।
Esc key = Message Window Close করার জন্য।
Ctrl + D = Sign Out করার জন্য।

0 comments:

Post a Comment