Tuesday, October 9, 2012

কম্পিউটারের Hang সমস্যা সমাধান করুন।।

আসসালামুয়ালাইকুম আশা সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের দেখাবো কিভাবে কম্পিউটার Hang সমস্যা সমাধান করা যায়।
কাজটি একদম এ সহজ।
তাহলে চলুন কাজ শুরু করা যাক.....


নিচের ধাপগুলো অনুসরন করুনঃ
১। প্রথমে start Menu থেকে Run এ যান।
২। এখানে লিখুন regedit এবং Enter চাপুন
৩। Hkey_Current_User এ ডাবল ক্লিক করুন।
৪। Control Panel এ ডাবল ক্লিক করুন।
৫। Desktop এ ডাবল ক্লিক করুন।
৬।এখন ডান পাশের  auto end task এ ডাবল ক্লিক করুন।
৭।  এখানে Value Data  হিসেবে 0 এর পরিবর্তে 1 লিখে OK  ক্লিক করে বের হয়ে আসুন।
এবার আপনার কম্পিউটার Restart দিন
আপনি Not Responding প্রোগ্রামটি বন্ধ করে দিয়েছেন   
এর ফলে আর  PC হ্যাং হবে না 
সবাই ভাল থাকবেন।।

5 comments:

  1. desktop a jeye to auto end task khuje paitesi na........................vaia plz help me.........

    ReplyDelete
    Replies
    1. আছে ডানপাশে সিরিয়ালে ২-৩ এর ভিতরেই। না থাকলে আপনার কম্পিউটারের সমস্যা। এটা থাকতেই হবে।
      :)

      Delete
  2. vai ami widows 7 chalai.bt ameo end tesk khuje paitesi an
    vai plz help me........

    ReplyDelete
  3. amer t tau nai.....amer pc er ki shomorsa...bolben

    ReplyDelete