Sunday, July 1, 2012

Facebook post এর "মোবাইল শেয়ার লিঙ্ক" কিভাবে প্রস্তুত করবেন?

অনেকেই ইদানীং "মোবাইল শেয়ার লিঙ্ক" কিভাবে প্রস্তুত করা হয় তা জানতে চাচ্ছেন। আপনাদের জন্য আমার এই পোস্টটি। আশা করি আপনাদের সবার কাজে লাগবে। মোবাইল শেয়ার লিঙ্ক বানানোর জন্য নিন্মলিখিত ৩ টি স্টেপ অনুসরন করতে হবে।...


STEP 1. সর্ব প্রথম আপনাকে যা করতে হবে, তা হল যেকোন এক জায়গায় নিন্মলিখিতঃ    
http://www.facebook.com/share.php?u=  
এই লেখাটুকু লিখতে হবে।
STEP 2. এর পর সমান চিহ্নের পর আপনি যে স্ট্যাটাস , নোট বা ফটোর মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে চান, তার URL (লিঙ্ক) টি কপি করে পেস্ট করুন।
যেমন- এই পোস্টটির URL (লিঙ্ক)  

 
  নিয়ে পেস্ট করলে নিচের URL টি পাওয়া যায়ঃ  
 
   ।  এই হয়ে গেলো আমাদের মোবাইলে শেয়ার করার উপযোগী লিঙ্ক। এইটার মধ্যমেই আপনি আপনার কাঙ্ক্ষিত স্ট্যাটাস ,নোট বা ফটো শেয়ার করতে পারেন মোবাইল থেকে। কিন্তু লিঙ্কটি আকারে বেশ বড়।
STEP 3. যেহেতু লিঙ্কটি (URL) আকারে অনেক বড়, তাই দেখতে খুব ভালো দেখায় না, সেহেতু লিঙ্কটির আকার ছোট করার জন্য আমরা একটা সফটওয়্যার এর সাহায্য নিবো, আর তা হলো
http://bitly.com/ বা http://v.gd/ এখানে  উপরের বিশাল লিঙ্কটি খুব সহজেই ছোট একটি লিঙ্কে (URL) পরিনত করতে পারি।
http://v.gd/L8YO4a  আর এই তিনটি স্টেপের মাধ্যমেই আমাদের মোবাইল শেয়ার করার উপযোগী লিঙ্ক (URL) বানানো সম্পন্ন হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন।
ধন্যবাদ।

Top Mobile Games & Apps

0 comments:

Post a Comment