Friday, November 30, 2012

সহজেই কি বোর্ডের শর্টকাট কি তৈরি করাঃ

আসসালামু আলাইকুম।
অনেক দিন পর আবার একটি ছোট কিন্তু দরকারি টিপস নিয়ে আসলাম আপনাদের জন্য, কেও হয়তো জানেন। যারা জানেন না তারা জেনে নিন।
আমরা সহজেই ফাইল ফোল্ডারের জন্য নিজের কম্পিউটারে শর্টকাট কি তৈরি করতে পারি। এতে খুব সহজেই ফাইল ফোল্ডার খুঁজে পাওয়া যায়। কারণ অনেক সময় অসংখ্য ফাইলের ভিড়ে থাকা প্রয়োজনীয় ফাইলটি খুঁজে পাওয়া যায় না।
 
কম্পিউটারে যে গান, ফোল্ডার বা প্রোগ্রামটিকে খুলতে সেটির শর্টকাট কি তৈরি করতে চান প্রথমে সেই প্রোগ্রামটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিককরে Send to Desktop / create shortcut এ ক্লিক করুন।

দেখবেন Desktop এ সেই প্রোগ্রামের একটি শর্টকাট তৈরি হয়েছে। এখন সেই শর্টকাট কি এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Properties এ যান। তারপর Shortcut key বক্সে ক্লিক করে কিবোর্ড থেকে যে কোন একটি কি নির্বাচন করে Apply ও ok তে ক্লিক করুন।
নিচের ছবিতে দেখুন আমি IDM এর জন্য ShortCut key বক্সে D বাটন দিয়েছি।

এখন কি বোর্ড থেকে Ctrl+Alt কি চেপে ধরে যে কি নির্বাচন করেছিলেন তা ক্লিক করুন। দেখবেন আপনার প্রোগ্রামটি খুলবে। আর এভাবেই আপনি ব্যবহার করতে পারবেন আপনার তৈরি করা নতুন শর্টকাট কি। এতে করে অনেক মূল্যবান সময় আপনি বাচাঁতে পারবেন।
কেমন লেগেছে মন্তব্য করে জানাবেন।
ধন্যবাদ।


Wednesday, November 28, 2012

আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না... [১০০% নিশ্চিত থাকুন]

আসসালামু আলাইকুম। পরকরুনাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় অসতর্কতার কারনে ইমেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়।জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু ইচ্ছে করে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পারেন।
এটি চালু করলে প্রতিবার আপনার ইমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে। উক্ত কোড ছাড়া ইমেইল চালু করা যাবেনা,যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ইমেইল আয়ত্তেনেয়া সম্ভব হবে না।
মোবাইল ভেরিফিকেশনচালু করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন।
এরপর সবার উপরে ডানে settings অপশনে যান, সেখান থেকে account ট্যাবের অর্ন্তগত google account settings অপশনে ক্লীক করুন।
এখন security ট্যাব থেকে using 2-step verification অপশনে ক্লীক করুন ।
এরপরের পেজে start setup বাটনে ক্লীক করুন।
এখন আপনার মোবাইল ভেরিফাই করার জন্য একটি পেজ আসবে,উক্ত পেজের ড্রপ ডাওন মেনু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুন।
এরপর Add a mobile or landphone number where google can send code ড্রপ ডাওন মেনুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল number লিখুন।
এখন send code বাটনেক্লীক করুন। এরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোডআসবে । উক্ত কোডটি code লেখা বক্সে লিখে verify বাটনে ক্লীক করুন এবং next চাপুন।
পরবর্তী পেজেও next চাপুন।
এরপর Add a backup পেজ আসবে , এই পেজে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেয়া হবে। যদি কোন কারনে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে ম্যাসেজ না আসে তাহলে ব্যাকআপ কোড দিয়ে ইমেইল লগইন করতে পারবেন। তাই ব্যাকআপ কোডগুলো সাবধানে গোপন স্থানে সংরক্ষন করে রাখুন। ব্যাকআপ কোড সংরক্ষনের পর Yes,I have a copy of my backup verification codes অপশনে টিকwP‎‎ý দিয়ে next দিন।
এরপরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল দিয়ে next চাপুন।
তারপর Turn on 2-step verification অপশনে ক্লীক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
এখন থেকে প্রতিবার জিমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে, একমাত্র ঐ কোড ব্যবহার করেই জিমেইল লগইন করা যাবে।


Tuesday, November 20, 2012

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???

মোবাইলের সিকিউরিটি কোড ভুলে গেছেন ???
আমরা অনেক সময় মোবাইলের ডিফল্ট সিকিউরিটি কোড পরিবর্তন করে ফেলি । কিন্তু যদি মোবাইলের সিকিউরিটি  ভুলে যাই তখন ফ্লাশ দেয়া ছাড়া আর কোন উপায় থাকে না ।  কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এমন একটি পদ্ধতি যা ১০০% কাজ করবে । এজন্য আপনার যা প্রয়োজন :

1. একটি কম্পিউটার ।
2. আপনার মোবাইলের ডাটা কেবল ।
3. একটি সফটওয়্যার ।
** সফটওয়্যারটি কম্পিউটারে ডাউনলোড করতে এখানে  ক্লিক করুন । ( ফ্রী )
** Media Fire ডাউনলোড লিংকঃ   ক্লিক করুন এখানে । ( ফ্রী )

ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।


আগে স্কিন শট গুলো দেখুন তারপর কার্যপদ্ধতি বলছিঃ



কার্যপদ্ধতি :

1.প্রথমে সফটওয়্যারটি কম্পিউটারে install করুন।
2.এবার সেটআপ করে সফটওয়্যারটি ওপেন করুন
3.এবার com/usb cable এর মাধ্যমে connect করুন
connection type
নির্বাচন করুন
phone type
নির্বাচন করুন
এবার read বাটনে ক্লিক করুন
এবার দেখুন আপনার সিকিউরিটি কোড ।

পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
মন্তব্য করে কেমন লেগেছে জানাতে ভুলবেন না।


Free Adult Fun 18+


Saturday, November 17, 2012

মাইক্রোসফট ওয়ার্ডের সকল শর্টকার্টঃ

আমরা জানি কোন কিছু দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি এর জুড়ি নেই। শর্টকাট এর মাধ্যমে কাজ করার মজাই আলাদা। আজকে আমি আপনাদের MS Word  এর কিছু শর্টকাট কি এর ব্যবহার জানাবো:


Ctrl + A = সিলেক্ট অল।
Ctrl + B = টেক্সট বোল্ড।
Ctrl + C = কোন কিছু কপি করা।
Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা।
Ctrl + G = গো টু কমান্ড।
Ctrl + H = রিপ্লেস কমান্ড।
Ctrl + I = টেক্সট ইটালিক।
Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা।
Ctrl + K = হাইপারলিংক তৈরী করা।
Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।
Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য।
Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য।
Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট।
Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা।
Ctrl + S = ফাইল সেভ।
Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
Ctrl + U = টেক্সট আন্ডারলাইন।
Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য।
Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য।
Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য।
Ctrl + Y = রিপিট করার জন্য।
Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা।
Alt+0131= ƒ (টাকা)
Alt+0165= ¥ (ইয়েন)
Alt+0177= ± (যোগবিয়োগ)
Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
Alt+0163= £ (লীরা)
Alt+0128= € (পাউন্ড)
Alt+0247= ÷ (ভাগ)
Alt+248/0186= º (ফারেনহাইট)

Friday, November 16, 2012

৯ বছরে মোজিলা ফায়ারফক্স - কিছু না জানা তথ্য ও ডাউনলোড লিংকঃ

বর্তমান বিশ্বের শীর্ষ জনপ্রিয় ব্রাউজার  Firefox ৯ বছরে পা দিল। আট বছর আগে ২০০৪ সালের ৯ নভেম্বর মোজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স এর প্রথম সংস্করন উন্মোচন করে। মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরার যখন সারা পৃথিবীর বাজার দখল করে ফেলেছিলো, তখন ইন্টারনেট ব্রাউজিং করার নতুন সংস্করন নিয়ে সবার কাছে হাজির হয় মোজিলা ফায়ারফক্স।


ইতিমধ্যে ফায়ারফক্স ব্রাউজিং মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করে ফেলেছে। কিন্তু বছর দুয়েক আগে গুগল ক্রোম এবং অন্যান্য ব্রাউজার আসার কারনে প্রোতিযোগিতা করতে হচ্ছে। উইকপেডিয়া সূত্রে জানা গেছে, ফায়ারফক্স একটি মুক্ত সোর্স ওয়েব ব্রাউজার। মোজিলা ফাউন্ডেশনের উদ্যোগে সারা বিশ্বের অনেক প্রোগ্রামারের প্রচেষ্টায় এটি তৈরি করা হয়েছে। ভাইরাস সংক্রমনের ঝুকি কম থাকায় অনেক ব্যাবহার কারি এখন ফায়ারফক্স ব্যবহার করে থাকেন। প্রাথমিকভাবে এটি মোজিলা অ্যাপ্লিকেশন স্যুটের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল, কিন্তু বর্তমানে এটি মোজিলা ফাউন্ডেশনের প্রধান সফটওয়্যারে পরিণত হয়েছে। ২০০৪ সালের ৯ নভেম্বর ফায়ারফক্সের ১.০ সংস্করণ ছাড়া হয়। ১.০ সংস্করণ ছাড়ার ৯৯ দিনের মধ্যেই ফায়ারফক্স ২.৫ কোটি বার ডাউনলোড করা হয়, যার ফলে এটি সবচেয়ে বেশী ডাউনলোডকৃত মুক্ত সোর্স সফটওয়্যারের মর্যাদা লাভ করে। ২০০৫ সালের অক্টোবরের ১৯ তারিখে ফায়ারফক্সের ১০ কোটিতম ডাউনলোড সংঘটিত হয়, যা প্রথম সংস্করণ ছাড়ার ৩৪৪ দিন পরে। ২০০৫ সালের নভেম্বরের ২৯ তারিখে ফায়ারফক্সের ১.৫ সংস্করণ ছাড়া হয়, যা প্রথম ৩৬ ঘন্টার মধ্যেই ২০ লাখ বার ডাউনলোড হয়।
ফায়ারফক্সের মধ্যে রয়েছে পপ আপ বন্ধ করার ব্যবস্থা, ট্যাবকৃত পৃষ্ঠা প্রদর্শনের কৌশল এবং কার্যকারিতা বাড়ানোর জন্য প্রসারণ বাঁ Extension এর ব্যবস্থা।
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।



Thursday, November 15, 2012

ফোল্ডারে কমেন্ট যোগ করাঃ

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে একটি ছোট কিন্তু দরকারি software শেয়ার করবো।
কোনো ফোল্ডারের ভিতর না ঢুকলে বোঝা যায় না তার ভিতর কি আছে। কিন্তু আপনি যদি নির্ধারিত কোনো ফোল্ডারের উপর মাউস ধরলেই যদি ফোল্ডারের ভিতরের content সম্পর্কে মন্তব্য পেয়ে যান তাহলে কেমন হয়?


ফোল্ডারে মন্তব্য যোগ করার জন্য  এখানে ক্লিক করে CommentExtXP  সফটওয়্যারটি (মাত্র ১৬ KB)  ডাউনলোড করে  ইনস্টল করুন।
এবার কোনো ফোল্ডারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Add Comment এ ক্লিক করলেই একটা টেক্সট বক্স আসবে সেখানে আপনি ঐ ফোল্ডারের ব্যাপারে মন্তব্য লিখে যুক্ত করতে পারবেন।
এরপর আপনি উক্ত ফোল্ডারের উপর cursor রাখলেই মন্তব্যটি দেখাবে।

Tuesday, November 13, 2012

Opera Mini এর কিছু গোপন টিপস!!!

আসসালামুয়ালাইকুম।
পরম করুনাময় আল্লাহর নামে শুরু করছি।আশা করছি সবাই ভালো আছেন। আজকের বিষয়ে মোটামুটি সবাই জানেন।
ওপেরা মিনি আমাদের সবচেয়ে প্রিয় মোবাইল ব্রাউজার।সবাই কম বেশি অপেরা মিনি ব্যাবহার করি।বেশিরভাগ মানুষই ওপেরা মিনি ব্যাবহার করে এর নুন্নতম বৈশিষ্ঠ ব্যান্ডউইথ সেভ করে মানি সেভ করার সিস্টেম এর কারনে।তবে ওপেরা মিনি এর আরও কিছু অপশন রয়েছে যা মোবাইল থেকে ইন্টারনেট ইউজারদের জন্যে একে অনন্য করছে। তাছাড়া এর সিস্টেম গুলো আপনাকে প্রতিদিন ইন্টারনেট ব্যাবহারে অনেক সহায়তা করবে।
আমি এই রকম কিছু বিষয় এখানে তুলে ধরব।
 

Bitmap Fonts: অনেকেই মোবাইল থেকে ইন্টারনেট থেকে বাংলা ফন্টস দেখতে পান না।কারণ অনেক মোবাইল ফোনেই বাংলা সাপোর্ট করেনা।তবে ওপেরা মিনি এইরকম ফন্টস কে Bitmap এ রূপান্তরিত করে আপনাকে বাংলা ফন্টস |

 
Write Opera:Config in your address bar 
   Then Press Go
   Mark the option *bitmap image for complex script 
    then Save . Thanks

Synchronize bookmarks: ওপেরা মিনি এর একটি জনপ্রিয় সুবিধা হল Synchronize করা।এই পদ্দতির মাধ্যমে আপনি আপনার ওপেরা মিনি ব্রাউজারে সেভ করা সকল বুকমার্ক ব্যাকআপ করে রাখতে পারবেন।এবং অন্য মোবাইল বা পিসি তে Synchronize করতে পারবেন।এই সুবিধা চালু রাখলে আপনি বুকমার্ক হারানোর ঝামেলা থেকে মুক্তি পাবেন এবং নতুন বুকমার্ক সেভ করার সাথে সাথে তা Synchronize হয়ে যাবে বা মুছে ফেললেও তা ব্যাকআপ থেকে মুছে যাবে।তবে এই সিস্টেম টি ব্যাবহার করতে হলে অবশ্যই আপনাকে ওপেরা তে আকাউন্ট খুলতে হবে।ওপেরা মিনি এর হোম স্ক্রিনের শেষে Synchronize Opera… লেখা তে ক্লিক করে নতুন আকাউন্ট খুলতে পারবেন অথবা https://my.opera.com/community/signup/ এ যেয়ে সাইন আপ করতে পারবেন।সাইন আপ সম্পূর্ণ ফ্রি।

কিছু ওপেরা মিনি এর ভার্সনে এ এবং পিসি ভার্সনে এর নাম রাখা আছে Opera Link.কিন্তু কাজ একই।


Mobile Blog: যারা ব্লগিং করতে পছন্দ করেন কিন্তু মোবাইল থেকে ব্যাবহার করতে পারেননা তাদের জন্যে রয়েছে Opera Blog.আপনি সহজেই এখানে মাইক্রো ব্লগিং শুরু করতে পারেন।করতে পারেন ফটো সেয়ারিং।হতে পারেন ব্লগার।
আপনার ব্লগ এর লিঙ্ক হবে  http://my.opera.com/yourusername/blog/(yourusername = আপনার ওপেরা একাউন্ট ইউজার নেম)
লগ ইন করবেন ড্যাশবোর্ডেঃ  https://my.opera.com/community/login/

Backup and sharing files: ওপেরা মিনি’র সহায়তায় আপনি সহজেই আপনার প্রয়োজনীয় ফাইল ইন্টারনেট এ ব্যাকআপ রাখতে পারেন বা শেয়ার ও করতে পারেন।আপনার ব্যাকআপ করা ফাইলগুলো কেউ দেখতে পারবেনা।তবে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক দিলে তা ডাউনলোড করতে পারবে।এখানে আপনার জন্য রয়েছে ২ জিবি ফাইল হোস্টিং। সো ইচ্ছে মত আপলোড,ডাউনলোড,শেয়ার করুন।
ফাইল ম্যানেজার লিঙ্ক এখানে। http://my.opera.com/yourusername/files/
লগ ইন করবেন ড্যাশবোর্ডেঃ https://my.opera.com/community/login/


Shortcuts : আরও দ্রুত ব্যাবহার করার জন্যে ওপেরা মিনি তে রয়েছে অনেক প্রয়োজনীয় শর্টকাট।
#2 চাপলে বুকমার্ক ওপেন হবে।
১ থেকে ৯ পর্যন্ত শর্টকাটগুলো স্পীড ডায়াল ওপেন হবে।শর্টকাটগুলো জানতে ব্রাউজার চালু করে * বা # চাপুন এবং কিছু সময় অপেক্ষা করুন।এতে শর্টকাট ওপেন হবে।

File manager: ওপেরা মিনি তে ফাইল ডাউনলোড বা আপলোড করতে এপ্লিকেশন থেকে ফাইল Read/Write এর অনুমতি দিতে হবে(java)।
এইজন্যে সিম্বিয়ান ফোনে Application Manager থেকে Opera Mini খুজে বের করে Option এ যান।এবং সেটিংস ঠিক করুন।আর জাভা ফোনে যেখানে Opera Mini রয়েছে সেখানে যেয়ে সেটিংস চেঞ্জ করুন।
Synchronize, Blog, File Manager ইত্যাদির জন্যে আলাদা আলাদা একাউন্ট করার প্রয়োজন নেই।একটি একাউন্ট দিয়ে সবকিছু করতে পারবেন।

Sunday, November 11, 2012

☼ মোবাইল থেকে Glitter Text ব্যবহার করে Post বা Comment করুন ☼

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই?
আমি আজকে শিখাবো মোবাইল থেকে কিভাবে Glitter text তৈরি করতে হয়।
Glitter text কি জানেন না?
তাহলে নিচের ছবি গুলি দেখুন ।

এইবার বুঝতে পারছেন?
এখন শুরু করা যাক:

প্রথমে
মোবাইল থেকে - এখানে ক্লিক করুন
অথবা
পিসি থেকে - এখানে ক্লিক করুন
প্রবেশ করুন. .
এইবার ডানদিকে input box এ যেখানে Glitter text লিখা আছে সেই box এ আপনার word টি লিখুন. .
নিচে Glitter text font, size, alinement, color ইত্যাদি select করে Make glitter এ ক্লিক করুন।
এখন নিচে page link, direct link, HTML code, BB code ইত্যাদি লিখা দেখতে পাবেন ।
আপনি আপনার দরকারি code টি কপি করে বিভিন্ন্য ফোরাম, ব্লগ বা টিপসটিউনার এ পেস্ট করুন।
Note :  ফোরামের জন্য BB Code এবং সাইট কিংবা ব্লগের জন্য HTML Code copy করবেন।
ব্যস, আপনার কাজ শেষ ।

কেমন হয়েছে, জানাতে ভুলবেন না ।
কমেন্ট করে জানান।
 তবে এই কোড গুলো facebook এ কাজ করবে না।


Top Mobile Games

Friday, November 9, 2012

হ্যাকিং থেকে ফেসবুককে রক্ষা করুনঃ

ফেসবুক এর সর্বোচ্চ নিরাপত্তার জন্য অনেক আগে থেকে শুরু হয়েছে টু-ফ্যাক্টর ভেরিফিকেশন নামে একটি পদ্ধতি।
যা দিয়া যে কেউ তার একাউন্ট হ্যাকিং থেকে রক্ষা করতে পারবে।
এটা  কম্পিউটার থেকে চালু করতে হবে।
নিয়ম টি হলো……
প্রথম এ আপনার ফেসবুক একাউন্ট থেকে Account Settings এ যানঃ
তারপর  Security অপশনে ক্লিক করে  Log in Approval এ ক্লিক করুনঃ

এরপর  Require me to enter a security code sent to my phone এ টিক দিলে নতুন বক্স ওপেন হবে সেখানে আপনার একাউন্টে আগে থেকে Mobile number add করা না থাকলে এড করতে বলবে, এড করে verify করে নিন।
আর নাম্বার আগে verify করা থাকলে আপনার মোবাইলে একটা ৬ ডিজিটের কোড আসবে সেটা নির্ধারিত বক্সে লিখে Save Changes এ ক্লিক করুন।
যদি আপনার ফেসবুক আইডিতে কোন মোবাইল নাম্বার  যুক্ত করা না থাকে তাহলে আপনাকে তা যুক্ত করতে হবে।
এখন থেকে ফেসবুকে নতুন কোন কম্পিউটার ডিভাইস / মোবাইল থেকে লগইন করতে গেলে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে্ এসএমএসে আপনি একটি কোড পাবেন। ঐ কোড ব্যবহার করে আপনি লগইন করতে পারবেন। এটা ছাড়া ফেসবুকে লগইন করা যাবে না।এভাবে হ্যাকিং থেকে আপনার একাউন্ট রক্ষা পাবে। 
এই সুবিধা সব কয়টি অপারেটরেই পাওয়া যাবে তবে শুধু গ্রামীনফোন ও বাংলালিংকে এটা এখনো সম্পূর্ন্য ফ্রী।


Top Mobile Games & Apps
 

Thursday, November 8, 2012

স্ট্যাটাস বারেই দেখুন কত পার্সেন্ট ব্যাটারি ব্যাকআপ রয়েছে।


স্মার্টফোন বা ট্যাবলেটটি যেই কোম্পানিরই হোক আর যেই কাজেই ব্যবহার করা হোক না কেন, একটি বিষয়ে ব্যবহারকারীরা সবসময়ই যত্নশীল হয়ে থাকেন, আর তা হলো ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো নিয়ে। গুগল প্লে স্টোর থেকে অনেকেই অনেক ধরনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। অবশ্য নিজে একটু যত্নশীল হলেই কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়। তবে আজ আমরা এমন একটি অ্যাপ্লিকেশনের কথা জানাবো যেটি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে কোনো কাজে না আসলেও আপনার প্রতিদিনের জন্য এটি একটি অপরিহার্য্য অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়াবে।
 
 ইতোমধ্যেই হয়তো শিরোনাম থেকে ধারণা করে ফেলেছেন আজকের এই অ্যাপ্লিকেশন কী কাজে আসবে। এটি ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ট্যাটাস বারেই দেখাবে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে। প্রথমে শুনে এটা খুব একটা কাজের মনে না হলেও বাস্তবে এটা কিন্তু অনেক কাজের। অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি আইকন দেখে খুব একটা ধারণা করা যায় না আপনার ব্যাটারিটি আর কতক্ষণ ব্যাকআপ দিতে পারে। কত পার্সেন্ট ব্যাটারি পাওয়ার অবশিষ্ট রয়েছে তা দেখতে হলে আবার যেতে হয় সেটিংস থেকে অ্যাবাউট ফোনের ভেতরের একটি মেনুতে। স্বভাবতঃই অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ফিচার ফোনের তুলনায় কম থাকার ফলে প্রায়ই আপনাকে দেখতে হতে পারে যে কতখানি ব্যাকআপ রয়েছে। আর এ জন্য বারবার অতদূর যাওয়া সত্যিই বিরক্তিকর।

ব্যাটারিঃ-

আজ যেই অ্যাপ্লিকেশনের কথা বলবো তার নাম ব্যাটারি। এর কাজ খুব ছোট। আপনার ব্যাটারি কত পার্সেন্ট বাকি রয়েছে তা আপনার ফোনের বা ট্যাবলেটের স্ট্যাটাস বারে দেখাবে এটি। আর নোটিফিকেশনের জন্য বারটি ড্র্যাগ করে নিচে নামিয়ে আনলে কত ঘণ্টা কত মিনিট ব্যাকআপ দেবে তাও জানতে পারবেন। আর যদি ব্যাটারি আইকনের উপর ক্লিক/ট্যাপ করেন, তাহলে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি চালু হবে যেখানে আপনি একই তথ্য দেখতে পাবেন।


স্ট্যাটাস বারে লক্ষ্য করলে দেখবেন ৭৯%-এর ৭৯ সংখ্যাটি লেখা রয়েছে যেটি সবসময়ই আপনি দেখতে পারবেন।এই পর্দায় আপনি ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে তা ছাড়াও ডিভাইসের বর্তমান পাওয়ার সোর্স দেখতে পারবেন। ছবিতে দেখছেন BAT লেখাটি হাইলাইট রয়েছে যার অর্থ ডিভাইসটি এখন ব্যাটারির পাওয়ারে চলছে। এটি চার্জারে কানেক্ট করলে AC এবং ইউএসবি পোর্টে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে USB লেখাটি হাইলাইট হবে এবং উপরে ব্যাটারি চার্জ হতে কত সময় লাগবে তা দেখাবে।
 
আপনি যদি কোনো কারণে স্ট্যাটাস বার থেকে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে তা মুছে ফেলতে চান তাহলে Notification বাটনে ট্যাপ করলেই হবে। আবার Advanced বাটনে ট্যাপ করে আপনি ডিভাইসের বর্তমান তাপমাত্র, ভোলটেজ, ব্যাটারির অবস্থা এবং ব্যাটারিতে ব্যবহৃত প্রযুক্তি (সাধারণত লিথিয়াম-আয়ন) দেখতে পারবেন। এগুলোর মধ্যে ডিভাইসের তাপমাত্রা কত সেটা দেখাই বেশি জরুরি। কেননা এটি ৪২-৪৫ সেলসিলয়াস (C) এর দিকে চলে গেলে তা ডিভাইসের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ডিভাইস রিস্টার্ট করা একটি উপায় হতে পারে।
 
মূলত এতটুকু কাজের জন্যই ব্যাটারি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে ৫ স্টার (সর্বোচ্চ) রেটিং পেয়েছে (এই লেখাটি লেখার সময়) ১ লাখ ২২ হাজার ৪৫০ জন ব্যবহারকারীর কাছ থেকে। আর ১০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন।
আপনার ডিভাইসের ব্যাটারির অবস্থা জানতে এখনই ডাউনলোড করে ইন্সটল করে নিন ছোট এই অ্যাপ্লিকেশনটি।
 
গুগল প্লে স্টোর লিংকঃ   ব্যাটারি - Click Here to Download

ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।
আশা করছি এবার একমত হতে বাধ্য হবেন যে ব্যাটারি অ্যাপ্লিকেশনটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইসেই ইন্সটল থাকা উচিৎ।

Top Mobile Games & Apps


Free Adult Fun 18+

Sunday, November 4, 2012

Power Point এর কিছু শর্টকাট কিঃ

আমরা জানি কোন কিছু দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি এর জুড়ি নেই। শর্টকাট এর মাধ্যমে কাজ করার মজাই আলাদা। আজ আমি আপনাদের পাওয়ার পয়েন্ট এর কিছু শর্টকাট কি এর ব্যবহার জানাবো:

Power Point Shortcut

Ctrl+N = নতুন উপস্থাপনার জন্য
Ctrl+M =নতুন স্লাইড যুক্ত করার জন্য
Ctrl+D=কপি স্লাইড
Ctrl+O =উপস্থাপনা খোলা
Ctrl+w =উপস্থাপনা বন্ধ করা
Ctrl+P =উপস্থাপনা প্রিন্ট করতে
Ctrl+O =উপস্থাপনা সেইভ করতে

F5= উপস্থাপনা চালানো
Altr+4= পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে যাওয়া
Ctrl+F =উপস্থাপনার লেখা খোঁজা
Ctrl+H = লেখার উপর লেখা বসানো
Ctrl+K=উপস্থাপনায় হাইপার লিংক যোগ করা
Ctrl+Z =আনডু (পূর্ববর্তী কাজ)
Ctrl+Y = রিডু (পরবর্তী কাজ)
F7= বানান পরীক্ষা করা
Ctrl+Enter =সেলে ট্যাব যোগ করা
Shift+F3=  ছোট বড হাহতর লেখা
Ctrl+Delete= লাইনের ডান দিকের লেখা সিলেক্ট না করে বাদ দেয়া
Ctrl+C= কপি
Ctrl+V= পেস্ট

Saturday, November 3, 2012

File লুকোনোর পদ্ধতি

সাধারনতঃ  সবাই File hidden করে, Folder Option –এ View Tab থেকে  “Do not show hidden files and folders “ Check করে File Hidden করে। কিন্তু যেহেতু প্রায় সকলেই এই পদ্ধতি জানে তাই এই পদ্ধতিতে file ঠিক গোপোন হয়না।...