Friday, June 29, 2012

আপনার পিসি থেকে run হারিয়ে গেলে কি করবেন?

আশা করি সবাই অনেক ভাল আছেন । আমার এই পোস্ট টা নিজে জেনে অন্যকে জানাবার চেষ্টা ।
আমি বলতে চাচ্ছি মানে , run আমাদের জন্য কত দরকার ।
আমরা দরকারি অনেক কাজ run command দিয়ে করে থাকি ।
যদি আপনার পিসি থেকে run গায়েব হয়ে যায় তাহলে কি করবেন ।

Thursday, June 28, 2012

facebook চ্যাটিং এ রঙ্গিন টেক্সট দিন(২য় পর্ব)

প্রথম পর্ব দেখুন।
প্রথমেই বলে দেয় এটা মোবাইলে কাজ করবে না, শুধু কম্পিউটার থেকে chating এর সময় হবে।
নিচের ছবিটি দেখুন। 

facebook চ্যাটিং এ রঙ্গিন টেক্সট দিন (১ম পর্ব)

প্রথমেই বলে দেই এটা মোবাইলে কাজ করবে না, শুধু কম্পিউটার থেকে chating এর সময় হবে।
নিচের ছবিটি দেখুন। ...

ডেস্কটপ এ facebook লগিন করুন চ্যাট করুন, সব কিছু করুন ডেস্কটপ থেকে সফটওয়্যার দিয়ে ।

আমরা সবাই facebook ব্যবহার করি।
কিন্তু ব্রাউজার ওপেন করে ঠীকানা দিয়ে তারপর লগিন
করতে কিন্তু আজ আমি এমন একটি সফটওয়্যারের কথা বলব যা দিয়ে সহজে ফেসবুক লগিন করতে পারবেন। সফটওয়্যার টির নাম FlipToast।...

সিমবিয়ান ও জাভা Mobile Device ডিভাইস থেকেই খুলুন .zip & .rar ফাইল

ইন্টারনেট থেকে অনেক সময় .zip ফাইল ডাউনলোড করতে হয়। আপনার সিম্বিয়ান মোবাইল ডিভাইসে ডিফল্ট ভাবে .zip ফাইল খোলা যায়না। এর জন্য এখন থেকে ব্যবহার করে দেখতে পারেন Zip Manager । এই সফটওয়ার ইন্সটল করার পর আপনি ডিফল্ট ভাবে যেকোন জিপ ফাইল অপেন করতে পারবেন।...

পিসি ছাড়াই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ডিভাইস

আগের পোস্টটি সকল s60v3 ডিভাইসে কাজ হলেও অনেক s60v5 ডিভাইসে কাজ হয় না বলে অনেকে অভিযোগ করেছেন। এছাড়া আগের পোস্টে পিসি অথবা আরেকটি হ্যাকড ডিভাইস লাগত। এবার আমরা এই দুটি সীমাবদ্ধতা কাটিয়ে উঠব ইনশাল্লাহ। আসুন কাজ শুরু করা যাক।

সিমবিয়ান ডিফল্ট ব্রাউজার এবং UC Browser এ ভাঙ্গা-ভাঙ্গা বাংলা দেখুন

Opera Mini তে বিটম্যাপ ফন্ট সাপোর্ট করানো গেলেও, Uc Browser এ কোন সিস্টেম নেই। তবে আমরা চাইলে একটু ম্যানুয়ালী সাপোর্ট করাতে পারি।...

Certificate আর Key-এর ঝামেলা এড়িয়ে, মাত্র ১০ মিনিটে আপনার ডিভাইস হ্যাক করে ফেলুন

****s60v5 ব্যবহারকারী এবং যাদের পিসি বা আরেকটি হ্যাকড ডিভাইস নেই তারা এটি দেখুন। তবে s60v3 ডিভাইসের জন্য এটি অত্যন্ত কার্যকরী।
Certificate আর Key'এর জন্য ৪ দিন অপেক্ষা করতে কারই বা ভালো লাগে?
যাই হোক, এই কাজ করতে হলে, নিচের ফাইলটি ডাউনলোড করে আপনার মেমোরি কার্ডে রাখুন- ...

পিসি ছাড়াই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ডিভাইস s60v3, s60v5 - ২

কম্পিউটারের কোন প্রকার সাহায্য ছাড়াই সিমবিয়ান হ্যাকিং এর জন্য এটি দ্বিতীয় পোস্ট। আগেরটিও দেখে নিতে পারেন । চলুন দেরি না করে শুরু করা যাক।


১| হ্যাকিং টুলস নামিয়ে নিনX-Plore দিয়ে এই Zip ফাইলটি খুলুন। NortonSymbianHackLDD.sis ফাইলটি ইনস্টল করুন এবং অপেন করুন।

২| Norton Anti-Virus এর Option / Anti-Virus List / Quarantine List -এ যান।
 
৩| আবার Option-এ গিয়ে Restore All সিলেক্ট করুন। পারমিশন চাইলে Yes দিন।
 
৪| Exit দিয়ে বেরিয়ে আসুন। ডিভাইসের App. Manager -এ গিয়ে Symantec Symbian Hack ফাইলটি রিমোভ দিন।
 
৫| X-Plore দিয়ে c:/Shared ফোল্ডারটি ডিলেট করে দিন।
 
৬| হ্যাকিং টুলস থেকে RomPatcherPlus_3.1_ LiteVersion.sisx ইনস্টল করুন।

৭| RomPatcher+ অপেন করুন। Option / All Patches এ গিয়ে Apply দিন। ব্যাস কাজ শেষ!
*** যদি Apply দেয়ার পর কোনোটাতে সবুজ টিক চিহ্নের বদলে লাল ক্রস আসে তবে নিম্নের স্টেপ্টি ফলো করুন।

৮| Installserver নামিয়ে নিন। আপনার মোবাইলের ভার্সন অনুযায়ী installserver টি X-Plore থেকে কপি করুন এবং এটি C:/ sys / bin এ গিয়ে পেস্ট করে দিন। আবার RomPatcher+ খুলে Option থেকে Add To Auto করে ফোনটি একবার রিস্টার্ট করে নিন। ব্যাস কাজ শেষ।

ফেসবুক নিরাপত্তা ইস্যুঃ প্রতিরোধ করুন ফেইক অ্যাকাউন্ট

সামাজিক যোগাযোগে ফেসবুক এখন দারুণ জনপ্রিয় একটি নাম। তবে ফেসবুক ব্যবহারে নানা বিড়ম্বনায় পড়তে হয়। তবে একটু সচেতন হলেই অধিকাংশ বিড়ম্বনা এড়ানো সম্ভব হয়।...


আমার পরিচিত একজন আমাকে বলল, তার নিজের ছবি এবং তথ্য দিয়ে অন্য একজন তৈরি করেছে ফেসবুক অ্যাকাউন্ট! প্রোফাইলটিতে যে ছবি ছিল সেটি তার নিজের ফেসবুক প্রোফাইলেও রয়েছে। এমনকি তথ্যগুলোও। এটি তার ফেসবুক বন্ধুরই কাজ। এ জন্যই উচিত ফেসবুকে নিকটজন ছাড়া অন্য কারও বন্ধুত্বের অনুরোধ গ্রহণ না করা। বিষটি আমার নিজের ক্ষেত্রেও ঘটেছে এবং Report করে ওই প্রোফাইল বন্ধও করেছি।

একজনের ছবি অন্য কেউ ব্যবহার করে আলাদা অ্যাকাউন্ট খুললে সেটি সমাধান পাওয়া যায় ওই অ্যাকাউন্টে Report করার মাধ্যমে। নিজে এবং অন্য বন্ধুদের মাধ্যমে রিপোর্ট করানোর পরই ফেসবুক কতৃপক্ষ সাধারনত খুব দ্রুতই এ ধরনের অ্যাকাউন্ট বাতিল করে দেয়।

প্রত্যেকটি ব্যবহারকারীর [পুরনো] প্রোফাইলের নিচে Report/Block নামে একটি অপশন রয়েছে। এ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর 'পপ-আপ উইন্ডো'র মাঝে আসবে নতুন আরেক উইন্ডো, যেখানে আপনাকে সিলেক্ট করতে হবে কেন আপনি ওই ব্যাক্তির নামে রিপোর্ট করতে চাচ্ছেন। সেখান থেকে 'Fake Profile' অপশনটি নির্বাচন করুন। এরপর This profile is pretending me/ someone এ ক্লিক করে Continue বাটনটি ক্লিক করলেই আপনার অভিযোগটি ঠিকই পৌঁছে যাবে - সিলিকন ভ্যালি, মার্ক জুকারবার্গের দফতরে!

কেবল ভুয়া প্রোফাইলই নয়, ফেসবুকে এমন আরো বিব্রতকর ঝামেলা আছে।





ফেসবুক নিরাপত্তা ইস্যুঃ বিব্রতকর ছবিতে ট্যাগ হওয়া থেকে রক্ষা করুন নিজেকে

কেবল ভুয়া প্রোফাইলই নয়, ফেসবুকে রয়েছে হাজারো সমস্যা।" আমার কোন অনুমতি না নিয়েই বিভিন্ন বিব্রতকর ছবিতে আমাকে ট্যাগ করা হচ্ছে, এসব ছবি আবার আমার প্রোফাইলে শো হচ্ছে!" এমন অনেক অভিযোগ শোনা যায়। মুক্তির উপায়...

এ ধরনের সমস্যার আগে কোন সমাধান না থাকলেও, এখন অত্যন্ত সহজ সমাধান আছে।
সেটি হচ্ছে Tag Review এটি মোবাইল থেকেও করা যাবে। 
মোবাইল অথবা পিসি থেকে ফেসবুকের Settings অপশন থেকে Profile & Tagging [যদি টাইমলাইন চালু থাকে তবে Timeline & Tagging] অপশনে যান। 
তারপর সেখান থেকে "Review posts friends tag you in before they appear on your profile" - এ গিয়ে অপশনটি Off থেকে On করে দিন। 
তা হলে অন্য কারো ছবিতে আপনার বন্ধুরা আপনাকে ট্যাগ করলেও আপনি সেটা Approve না করা পর‍্যন্ত সেটি আপনার প্রোফাইলে দেখা যাবে না।
Top Mobile Games 


Wednesday, June 27, 2012

কাস্টমার কেয়ার সেন্টার এ দৌড়া দৌড়ির দিন শেষ.....!!!

কিছু কিছু জাভা ফোন বা নতুন released হওয়া ফোন গুলাতে auto কনফিগার করা যায় না।
অর্থাৎ আমরা যখন ইন্টারনেট use করতে যাই তখন ইন্টারনেট settings এর প্রয়োজন হয়। কিন্তু সেসব ফোন service center থেকে auto sms এর মাধ্যমে settings গুলা save করা যায় না। সেক্ষেত্রে ওটা করতে customer care সেন্টারে যেতে হয়।
তবে সিম্বিয়ান ফোন এবং কিছু জাভা ফোনে অবশ্য ফোন থেকেই ইন্টারনেট settings বা access point তৈরি করা যায়।তবে যেসব জাভা ফোনে ওটা করা যায় না তাদের জন্যই আমার এই টিপস।

এবার জাভা ফোনেই সারুন একসাথে একাধিক কাজ!

সিমবিয়ানের মাল্টিটাস্কিং সুবিধা দেখে অনেক জাভা ফোন ইউজারের হিংসে হয়! এটা ভাবতে ভাবতে, জাভা ফোনেই একসাথে একাধিক এপ্লিকেশন চালানোরএকটি ট্রিকস আমি পেয়েছি! তবে, এটি PTT (Push toTalk Switch)এর উপর নির্ভরশীল।

Nokia Series 40 Java ফোনের পারমিশন হ্যাকিং


আসুন শুরু করা যাক Nokia java phone হ্যাকিং মিশনঃ 

যেকোনো ডিকশনারী ইউস করুন ডিকশনারী বা সফটও্যার ছাড়াই।

থীম দেখে মনে হয় একটু অবাক হলেন, অবাক হবার কিছু নাই।
এখন সত্যিই আপনি ডিকশনারী ইউস করতে পারবেন, ডিকশনারী ছাড়াই।...

ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর

এর চেয়ে সহজ উপায়ে PDF তৈরি করা ক্ষন ও সম্ভব না :)) যে কোন ফাইল , ইমেজ, ওয়েবপেজ , ওয়ার্ড এক্সেল প্রায় সব কিছিকেই পিডিএফ এ রুপান্তর করা যায়ঃ-

Tuesday, June 26, 2012

১০ মিনিটের অস্থায়ী email এড্রেস

অনেক সময় আমরা ছোটো খাটো কাজের জন্য বিভিন্ন সাইটে রেজিস্ট্রেশন করি।
এর জন্য ইমেইল আইডি দরকার হয়। অনেক সময় কাজ শেষ হয়ে গেলে ঐ সাইটে আর লগ ইন করার দরকার হয় না।
কিন্তু সে সব সাইট থেকে প্রায় আপনাকে ইমেইল করতে পারে যা খুব বিরক্তিকর।...

যে কোন মডেম unlock করুন এবং যে কোন সিম চালান

আশা করি সবাই ভাল আছেন। আমরা প্রায় সবাই Grameen, Banglalink, Robi মডেম ব্যাবহার করি।
আপনি ইচ্ছা করলে যে কোন সিম চালাতে পারবেন।
সফটওয়্যারটি নাম dc-unlocker cilent
নিচের লিঙ্ক থেকে ফ্রি downloads করুন।. . .


ওডেস্ক এ আউটসোর্সিং শুরু করতে হবে কীভাবে? কোথায় কাজ পাওয়া যাবে? অর্থ আনবেন কীভাবে প্রভৃতি ।! পিডিএফ আকারে! এক্ষুনি নিয়ে নিন!

  রথম আলো থেকে সংগ্রহ করা -
বর্তমানে বাংলাদেশের তরুন প্রজস্মের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় হচ্ছে অনলাইনে ফ্রিল্যান্সিং আইটি সাইটে সব থেকে দীর্ঘ সময় ধরে আলোচিত সমালোচিত সমালোচিত কারণ, অনেকেই এই পথে ধীর্ঘ সময় ব্যায় করে সঠিক গাইডের অভাবে ব্যার্থ যদিও বিষয়টি আন্তর্জাতিক পরিমন্ডলে বহুদিন হতেই স্বীকৃত

সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা

বিভিন্ন কারণে ইউএসবি ডিক্স (ফ্লাশ ডিক্স)/পেনড্রাইভ ফরম্যাট করার প্রয়োজন পরে। কিন্তু অনেক সময় ভাইরাস বা অন্য কারনে ইউএসবি ডিক্স ফরম্যাট হয় না।
এমনকি উইন্ডোজের ডিক্স ম্যানেজমেন্ট বা ডস থেকেও ফরম্যাট করা যায় না। ...

পেনড্রাইভ ফরম্যাট না হলে কি করবেন ?

ভাইরাস আক্রমন করলে বা পেনড্রাইভ এ সমস্যা থাকলে অনেক সময় পেনড্রাইভ ফরম্যাট হতে চায় না ।কিন্তু দেখা যায় ফরম্যাট করা খুবই প্রয়োজন ।
এরকম সমস্যায় পড়লে নিচের নিয়ম অনুসরণ করে ফরম্যাট করতে পারবেন ।

প্রথমে My Computer এ রাইট ক্লিক করে Manage সিলেক্ট করুন । এবার বাম পাশের Disk Management এ ক্লিক করলে ডান পাশে আপনার হার্ডডিস্ক ও পেনড্রাইভ এর লিস্ট দেখাবে ।
সেখানে আপনার পেনড্রাইভ এর উপর রাইট ক্লিক করে ফরম্যাট এ ক্লিক করলে পেনড্রাইভ
ফরম্যাট অপশন পাওয়া যাবে ।এবার পেনড্রাইভ ফরম্যাট করুন ।

 এভাবেও যদি ফরম্যাট না হয় তাহলেও একটা উপায় আছে ।
এই পোস্ট টি দেখুনঃ সহজেই ইউএসবি ডিক্স বা পেনড্রাইভ ফরম্যাট করা
সবাইকে ধন্যবাদ ।


Free Adult Fun 18+


Monday, June 25, 2012

ফেইসবুকে Subscription বাটন লাগান ।

আমাদের সবার ই একটা ফেইসবুক আইডি আছে । টাইমলাইনের পর
ফেইসবুকে এবার যুক্ত হয়েছে  subscription  বাটন কিন্তু সবার
আইডিতে এটা যোগ হয়নি । আর এই বাটনের
কি সুবিধা তা আমরা প্রায় সবাই জানি।
যেহেতু সবার আইডিতে এই বাটনটি যোগ হয়নি তাই আজ
আমি আপনাদের শিখাবো কিভাবে অতি সহজে আপনার আইডিতে এই
বাটনটি যোগ করবেন ।

Sunday, June 24, 2012

অপেরা মিনি থেকে ব্যবহারকৃত ইন্টারনেট ডাটা চেক করুন।


হ্যা বন্ধুরা অপেরা মিনি যারা ব্যবহার করেন তারা খুব সহজেই দেখতে পারবেন কতটুকু নেট ইউজ করেছেন। . . .

Saturday, June 23, 2012

ফেইসবুক থেকে টাইম লাইন রিমুভ করে দিন সহজেই !!!

এখন যে নিয়মটি দেখাবো এটা হচ্ছে টাইম লাইন রিমুভ করার সবচেয়ে সেরা উপায় । এই  এপলিকেশনটা প্রায় সব ধরনের ব্রাউজারে সাপর্ট করবে। যেমন ; Firefox, Chrome, Safari, Internet Explorer ...

Friday, June 22, 2012

পিসির ইন্টারনেটের স্পিড বাড়ান সফটওয়্যার ছাড়া

আস্সালামুআলাইকুম । আমরা ইন্টারনেটের স্পিড বাড়ানোর জন্য অনেকেই অনেক সফটওয়্যার ব্যবহার করে থাকি ।
আমি এখন আপনাদের যে টিপসটি দিব তা দিয়ে সফটওয়্যার ছাড়াই ইন্টারনেটের স্পিড বাড়াতে পারবেন ।
তাহলে আর কথা না বাড়িয়ে কাজে চলে যায় ।
ছোট্ট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা ইন্টারনেটের স্পিড ৮০% কে বাড়িয়ে ১০০% করবো ।
> যেভাবে করবেনঃ . . .

বিভিন্ন মোবাইল কম্পানির Manually Internet Configuration

বিভিন্ন মোবাইল কম্পানির Manually Internet Configuration সম্পর্কিত যতো পোস্ট করেছি সব এইখানে পাবেন । নিচে পোস্টগুলোর লিংক দেয়া হল --->

Banglalink মোবাইল কম্পানির Manually Internet Configuration

 আজ আপনাদের সাথে শেয়ার করব " Banglalink এর  Manually Internet Configuration:

Robi মোবাইল কম্পানির Manually Internet Configuration

আস্সালামুআলাইকুম । আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব "Robi এর  Manually Internet Configuration :

grameen phone মোবাইল কম্পানির Manually Internet Configuration

আস্সালামুআলাইকুম । আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে grameenphone এর Manually Internet Configuration করতে হয়।

opera mini তে সার্চ ইঞ্জিন যোগ করুন।

আমি যেই পোস্ট টি দিতে যাচ্ছি সেটা হয়তো অনেকেই জানেন।
যারা জানেন না এটা তাদের জন্য।

আমরা প্রায় সবাই opera mini ব্যবহার করি।opera mini তে google,yahoo,bing ইত্যাদি সার্চ ইঞ্জিন default ভাবে থাকলেও
আমাদের অনেক সময় বিভিন্ন site এর সার্চ ইঞ্জিন যোগ করতে হয়।যেমন:- facebook, 4shared, google translator ইত্যাদি।
এই সার্চ ইঞ্জিন যোগ করা কিন্তু অনেক সহজ।

এর জন্য,
১.আপনি যেই সাইট এর সার্চ ইঞ্জিন যোগ করতে চান সেই সাইট এ প্রবেশ করুন।
২.এরপর সার্চ বক্স এর উপর arrow নিয়ে জান।
৩.এখন 1 চাপুন,দেখবেন নিচের ছবির মতো

 ৪.add search engine এ click করুন।
৫.পছন্দের নাম দিন এবং ok করুন।
 ব্যাস এখানেই শেষ।
Note :  সব Opera Mini তে হবে না। কেবল 6.1 বা তদু র্ধ version এর জন্য।

Adult Video 18+


Thursday, June 21, 2012

কম্পিউটার কখন চালু ও বন্ধ করেছেন তার সময় দেখুন

কম্পিউটার চালু ও বন্ধের সময় দেখা সম্ভব্। এ জন্য

Start Menu থেকে All programs list লুকিয়ে রাখুন

নিচের ধাপগুলি অনুসরন করুনঃ

All_Programs_List_In_Windows


প্রথমে আপনি আপনার কম্পিউটারে Run গিয়ে gpedit.msc লিখে ok করে User configuration থেকে Administrative template থেকে ...
Start Menu and Taskbar এ ক্লিক করে Remove All programs list from the start menu এ গিয়ে Enable করে দিয়ে ok করুন কাজ শেষ এবার দেখুন আপনার Start Menu থেকে All programs list হাওয়া হয়ে গেছে।


Adult Video 18+

কম্পিউটার কিনেছেন কত তারিখে তা মনে নেই !তো কোন সমস্যা নেই। এবার কম্পিউটারকেই জিঞ্জাসা করুন কবে তাকে কিনে এনেছিলেন।

বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোষ্টটি। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে বিষয়টি তার সারমর্ম হল এই যে, কোন কম্পিউটার কয় তারিখে ক্রয় করা হয়েছিল তার ডেট জানা ।...
আমরা অনেকেই কম্পিউটার কেনার ডেটটি ভুলে যাই। কিন্তু অনেক সময় ডেটটির খুবই দরকার পড়ে। তো তা কোন সফট্‌ওয়ার ছাড়াই কম্পিউটার-এর মাধ্যমে জানা যায়। কিভাবে জানা যায় এবার তা দেখুন।প্রথমে যান—

  1. Start
  2. All Program
  3. Accessories
  4. System Tools
  5. System Information — ক্লিক দিন। তারপর একটি ডায়ালগ বক্স আসবে। উক্ত ডায়ালগ বক্সের BIOS version/Date -এ দেখুন। ব্যাস ওকে।
উইন্ডোজ-সেভেনের ক্ষেত্রে -
  1. Control Panel 
  2. All Control Panel
  3. Items Performance 
  4. Information and Tools
  5. Advanced Tools – থেকে 
  6. View Advanced System Details in System information এ ক্লিক করলেই সব তথ্য পেয়ে যাবেন। 

Top Mobile Games & Apps

কি-বোর্ড দিয়ে কম্পিউটার চালু করা

আমরা CPU এর পাওয়ার বাটন দিয়ে কম্পিউটার চালু করি। কিন্তু অনেক সময় পাওয়ার বাটন নষ্ট হলে কম্পিউটার চালু করতে সমস্যা হয়।

Power-Button

  • ইচ্ছা করলে CPU এর পাওয়ার বাটন না চেপে কি-বোর্ডের সাহায্যে কম্পিউটার চালু করতে পারি। এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় Del বাটন চেপে BIOS এর প্রবেশ করতে হবে। 
  • তারপর Power Management Setup নির্বাচন করে Enter প্রেস করে Power on my keyboard নির্বাচন করে Enter দিতে হবে।  
  • Password নির্বাচন করে Enter দিন। 
  • Enter Password এ কোন একটি কি পাসওয়ার্ড হিসাবে দিয়ে সেভ করে বের হতে হবে। 
  • এখন কি-বোর্ড থেকে সেই পাসওয়ার্ড কি চেপে কম্পিউটার চালু করা যাবে।  পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ড এর জন্য প্রযোজ্য হলেও অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতিটি পাওয়া যাবে।


* Bangladeshi University এর গুরুত্বপূর্ণ কিছু ওয়েবসাইট

নিচে গুরুত্বপূর্ণ কিছু বিশবিদ্যালয়ের ওয়েসাইট দিলাম।
লাগলে দেখে নিন।...

(Rajshahi University)
(National University)
(Dhaka University)
(Jahangirnagar University)
(Chittagong University
(Shahjal University)
(BUET)




Top Mobile Games & Apps

মোবাইল দিয়েই facebook এ আপনার ফ্রেন্ডদের metion করুন (সহজ উপায়)

১ম উপায়ঃ
mention করার জন্য যাকে mention করতে চান তার ID অবশ্যই জানা থাকতে হবে।
এখন প্রশ্ন হচ্ছে Id কীভাবে পাবেন?



খুব সহজ:  যাকে mention করতে চান তার profile এ গিয়ে profile image এ click করুন।  এবার address bar এ click করুন, এখন লক্ষ্য করুন link এর একটি জায়গায় লেখা আছে  id=10000**********
এখন id= বাদ দিয়ে 15 digit এর number টি copy করুন।
এবার আপনার comment এ mention করার জন্য লিখুন @[10000**********:]।
আপনি চাইলে একটি comment এ একাধিক person k mention করতে পারবেন এইভাবে: hello how r u@[10000*********:] wht r u doing@[10000**********:]
@[10000*********:] felling seek.
১ম উপায় বেশী কঠীন মনে হলে এটা দেখুনঃ

Top Mobile Games & Apps
২য় উপায়ঃ
 Facebook এর নতুন নিয়মে এখন কাউকে Twitter এর মত Mension করা যায়।PC থেকে Comment এ @ লিখে কারো নাম এর প্রথম অক্ষর লিখে তাকে করা যায়। এখন মোবাইল থেকে ও ফ্রেন্ডদের Mention করা যায়। 
- প্রথমে যাকে Mention করবেন তার Username টা সংগ্রহ করুন। যেমন- ধরুন আপনার বন্ধুর fb Username : facebook.com/voreralo.007 
- এইবার adderss bar এর  www.  লেখাটা মুছে দিয়ে নিচের লিঙ্কটা কপি করে Enter করুনঃ   http://Graph.facebook.com/voreralo.007 (এই লিংকে শুধু মোবাইল দিয়ে ক্লিক করুন ও voreralo.007 এর জায়গায় আপনার ফ্রেন্ড UserName  টা দিন}। 
- এখন এইখানে একটি ID নাম্বার পাবেন।  এইবার Facebook এর Comment বক্স এ লিখুন  @[ID no:]   এবং Comment ক্লিক করুন।  এখন দেখুন Magic।

 টিপসটি ভালো লাগলে Comment করে বলুন।  বন্ধুদের সাথে শেয়ার করুন। নিজে জানুন অন্যকে জানান।
ধন্যবাদ।



•• ডিলিট করে দিন আপনার অব্যবহৃত/ফেক আইডি ••

আমরা যারা একের অধিক আইডি ব্যবহার করি তারা প্রয়োজনে কোন আইডি ডিএকটিভেট না করে একেবারে আইডিটি ডিলেট করে দিতে পারি খুব সহজেই....

delete fb forever

আপনি ষেই আইডিটি ডিলেট করতে চান সেই আইডি থেকে লগ ইন থাকা অবস্থায় এই সাইটে যান। অতঃপর প্রয়োজনীয় তথ্য প্রদান করুন । তারপর আপনার আইডিটি ডিএকটিভেট হয়ে যাবে এবং ১৫ দিন পর তা ডিলিট হয়ে যাবে । আপনি চাইলে এই ১৫ দিনের ভিতর লগইন করে রিকভার করিয়ে নিতে পারেন ।
Top Mobile Games & Apps

Tuesday, June 19, 2012

কয়েকটি অসাধার সিম্বিয়ান গেইমস

আস্সালামুআলাইকুম । সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন্। আপনাদেরকে আজ আমি কিছু দারুন সিমবিয়ন (S60v3) মোবাইল গেম উপহার দিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে।. . .
১.  LamentIsland_Hack_ Pack_v1.01_s60v2:  ডাউনলোড লিংক
২. Ninja Turtles:  ডাউনলোড লিংক
৩. Robot2:  ডাউনলোড লিংক
৪. navy strike fighter:  ডাউনলোড লিংক
৫. God Of War 3 Kartos:  ডাউনলোড লিংক
৬. SkyForce 2 Reloaded(240×320)cracked:  ডাউনলোড লিংক
৭. Tomb raider legend:  ডাউনলোড লিংক
৮. Project gotham racing:  ডাউনলোড লিংক
৯. frozen bubble v0.94:  ডাউনলোড লিংক
১০. Midnight.Poker 3D.HD Signed:  ডাউনলোড লিংক
১১. Gameloft Real Football 2008 European Tournament.v1.0.3.S60v3:  ডাউনলোড লিংক 
১২. Brothers In Arms Earned-In-Blood-3D:     ডাউনলোড লিংক
আশা করি সবার ভাল লাগবে।

Top Mobile Games & Apps

Monday, June 18, 2012

মোবাইল ব্রাউজার থেকে দেখতে চান ফেসবুক এ কারা অনলাইনে আছে এবং তাদের সাথে চ্যাট করতে। ?

মোবাইল ব্রাউজার থেকে ফেসবুক ব্যবহার করছেন তবুও মন চায় দেখতে এ কারা অনলাইনে আছে এবং তাদের সাথে চ্যাট করতে।

আপনার জন্যই নিয়ে এলাম এই উপায় । এভাবে আপনি দেখতে পাবেন online এ কে কে আছে। তাদের সাথে chat করতে পারবেনঃ
কারা অনলাইনে আছে দেখার জন্য আপনাকে নিচের লিঙ্কে যেতে হবেঃ
Buddylist - Click Here 


Chat- screen shot
 
→ ভালো লাগলে কমেন্ট করে জানাবেন।
Top Mobile Games & Apps

** কিভাবে ফেসবুকে Blue Colour স্ট্যাটাস ও কমেন্ট পোষ্ট করবেন? **

অনেকেই জানেন।  এটি অতি সহজ একটি কাজ
নিচের পদ্ধতি অনুসরন করুন। 
BlueColorStatus

শুধুমাত্র নিচের
অংশটুকু লিখে ফেসবুকের স্ট্যাটাস অথবা কমেন্ট
হিসেবে পোষ্ট করুন ।
                 @@[1:[0:1: Text Here]]
- Text Here এর জায়গায় আপনি যা লিখতে চান তা লিখুন।
এইবার খেয়াল করুন আপনার পোষ্টটি Blue
Color হয়েছে।
- আর Blank স্ট্যাটাস ও কমেন্ট করতে
                                                         @[0:0: ] 
 এটি কপি করে পোষ্ট করুন।
** সতর্কতাঃ উপরের কোড গুলো লেখার সময় কোনো Space দিবেন না।
আপনারা এই কাজগুলো মোবাইল দিয়েও করতে পারবেন।
( fb কমেন্ট করে ট্রাই করে দেখুন )
আপনার মুল্যবান মন্তব্য্ প্রদান করুন্।



Free Adult Fun 18+

Top Mobile Games & Apps



আপনাদের জন্য ফেইসবুকের কিছু PC শর্ট কাট নিয়ে আসলাম।

Try from Google Chrome & Fire Fox
আপনাদের জন্য ফেইসবুকের কিছু শর্ট কাট নিয়ে আসলাম। 
আশা করি কাজে লাগবে। 
Here you'll find some Facebook shortcut tips for PC. 

•• এখন মোবাইল টু মোবাইল কথা বলুন শুধু মাত্র মেগাবাইট ইউস করে ••

আপনাকে যা যা করতে হবেঃ- . . .


১।প্রথমত আপনি  fring.com   এ যান।
২।ওখান থেকে fring সফটওয়্যার টি ডাউনলোড করুন।
৩।সফটওয়্যার টি আপনার মোবাইল এ ইন্সটল করুন।
৪।ইন্সটল হয়ে গেলে সফট টি ওপেন করুন এবং আপনার একটি আইডি তৈরি করুন। [with username and password]
৫।আপনি যার সাথে কথা বলতে চান তার একটি ID and SOFTWERE টি থাকতে হবে।
৬।এবার আপনি INTERNET CONNECTION সহ সফট টিতে লগইন করেন।
৭। OPTION এ CLICK করুণ দেখবেন যে Manage buddies লিখা আছে। ওখাণে CLICK করুণ এবার Add new buddy লিখা আসবে ঐখানে আপনি যার সাথে কথা বলবেন তার username লিখে সার্চ দিন।
৮।এবার username পেয়ে গেলে তাকে অ্যাড করে নিন এবং make a fring call এ ক্লিক করুন।
[ সিম্বিয়ান ও পরবর্তী অপারেটিং সিস্টেম এর জন্য ]
Top Mobile Games & Apps

Saturday, June 16, 2012

সফটওযারের trial ভার্সন নিয়েছেন,serial key দরকার? no problem এটা দেখুন্।(মোবাইলেও হবে!)

ইন্টারনেট থেকে কোনো সফটওযার ডাউনলোড দিলে বেশির ভাগ ক্ষেত্রে trial ভার্সন আসে।

আমি এমন একটা ট্রিক শিখাব যেটা দিয়ে আপনি যেকোনো সফটওযারের সিরিয়াল কী,প্যাচ,কী-গান,ক্র্যাক পাবেন্। . . .

Thursday, June 14, 2012

Chatting এ Emoticon ব্যবহার করুন :)

Smiley বা Emoticon এর সাথে আমরা সবাই পরিচিত । দৈনন্দিন ভার্চুয়াল যোগাযোগ বা ভাব বিনিময়ের জন্যে আমরা সবাই এগুলো ব্যবহার করে থাকি । অনেক ক্ষেত্রে একটা স্মাইলি দিয়ে আমরা ভাব সহজেই প্রকাশ করতে পারি । যেমন, আপনি কষ্ট করে “হাহাহা” না লিখে “:D” লিখেই হাসি বুঝাতে পারছেন ।
ফেসবুক ব্যবহার কালেও আমরা ইমোটিকনের ব্যাপক ব্যবহার করি । প্রায় সকল ওয়েবসাইট বিশেষ করে সামাজিক যোগাযোগ এবং ব্লগ সাইট গুলোতে কমেন্টের জন্যে এই সুবিধা আছে । ফেসবুকে তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি , ...

Wednesday, June 13, 2012

কিভাবে এলার্টপে (AlertPay / Payza) তে একাউন্ট খুলবেন এবং টাকা তুলবেন?

এলার্টপে (AlertPay) অনলাইনে টাকা পাঠানো এবং রিসিভ করার নিরাপদ মাধ্যম। এলার্টপে বর্তমানে নাম পরিবর্তন করে পেইজা (Payza) রেখেছে। 
যাই হোক এখন আমি আপনাদের কিভাবে একাউন্ট খুলতে হয় এবং টাকা উঠাতে হয় সে ব্যাপারে বলবোঃ  . . .

Tuesday, June 12, 2012

আয় করুন খুব সহজেই Website Review করার মাধ্যমে। সম্পূর্ণ্য ফ্রী। নিশ্চিত পেমেন্ট।

এটি কোনো PTC সাইট না।
এবার আয় করুন করার Website Review করার মাধ্যমে। এজন্য এখানে ক্লিক করে ফ্রী Sign Up করুন। লিংকে ক্লিক করে Create Free Account অপশনে ক্লিক করে ফ্রী সাইন আপ করুন।  মোবাইল এবং PC দুটো দিয়েই এখানে কাজ করতে পারবেন।
তারপর Email verify করে Log in করুন। লগ ইন করার পর Surveys অপশনে ৬ টি Web Site এর লিংক দেখতে পাবেন।
প্রথম লিংকে ক্লিক করুন তারপর...

Monday, June 11, 2012

একইসঙ্গে পিডিএফ ফাইল পড়া ও লেখার সফ্টওয়ার : -

 সাধারণত পিডিএফ রিডার সফটওয়্যার দিয়ে পিডিএফ ফাইল শুধু পড়া যায়, কিন্তু লেখা যায় না। তার জন্য আলাদা পিডিএফ রাইটার দরকার। তা ছাড়া এই সফটওয়্যারগুলো ইনস্টল করলে কম্পিউটারে অনেক জায়গা দখল করে রাখে, কম্পিউটার অনেক স্লো হয়ে যায়। আর পিডিএফ ফাইল খুলতেও অনেক সময় লাগে। একটি সফটওয়্যার দিয়ে যদি একই সঙ্গে পিডিএফ ফাইল পড়া ও লেখা যায়, তাহলে অনেক সুবিধা হয়। তেমনি একটি সফটওয়্যার হলো নাইট্রো রিডার (NitroReader)।

এটি দিয়ে একই সঙ্গে পড়াও যায় এবং লেখাও যায়। এবং এটি ইনস্টল করলে তুলনামূলকভাবে কম জায়গা দখল করে এবং কম্পিউটারও কম স্লো হয়। এটিতে এডোবি পিডিএফ রিডার সফটওয়্যারের সব সুবিধা তো আছেই, তার বাইরেও করতে পারবেন: নিজের স্বাক্ষর ব্যবহার করা, পিডিএফ ফাইল থেকে লেখা বা ছবি আলাদা করা, পিডিএফ ফরম তৈরি করা এবং সম্পাদনা করা, পিডিএফ ফাইলের যেকোনো স্থানে এডিট করা, বিভিন্ন স্থানে মন্তব্য করা, মন্তব্যের উত্তর দেওয়া, পাসওয়ার্ড দেওয়া, ৩০০-এর বেশি ফাইল ফরম্যাট থেকে পিডিএফ ফাইল তৈরি করা, পিডিএফ ফাইল থেকে একাধিক ফাইল ফরম্যাটে রূপান্তর করাসহ আরও অনেক কিছু। নাইট্রো পিডিএফ রিডার সফটওয়্যারটি     বিনা মূল্যে ডাউনলোড  করতে ক্লিক করুন এখানে - Click Here. 
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।


Free Adult Fun 18+

জিমেইলের তথ্যগুলো সংরক্ষণ করুন.

আজকাল ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা হ্যাক্ড হয় নানাভাবে। এ থেকে রক্ষা পেতে চাইলে আপনার জিমেইলের ব্যাকআপ রাখতে পারেন আপনার কম্পিউটারে বা অন্য কোনো জিমেইল আইডিতে। আর এটি করার জন্য প্রথমে  এখানে ক্লিক করে ডাউনলোড করুন। 
 ৪ মেগাবাইটের জিমেইল ব্যাকআপ সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে ইনস্টল করে নিন।
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।

এখন সফটওয়্যারটি খুলে জিমেইল আইডি, জিমেইলের পাসওয়ার্ড, কোথায় সেভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যাকআপ রাখতে চান লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। আবার রি-স্টোর করতে চাইলে একই পদ্ধতিতে সফটওয়্যারটি ওপেন করে জিমেইল আইডি (যে আইডিতে রিস্টোর করতে চান), জিমেইলের পাসওয়ার্ড, কোথায় থেকে রি-স্টোর করতে চান (হার্ডডিস্কের যে জায়গায় ব্যাকআপ রেখেছেন), কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রি-স্টোর করতে চান লিখে রিস্টোর বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন জিমেইলের সব তথ্য রিস্টোর হয়ে গেছে।



Top Mobile Games & Apps

Notepad++, ডাউনলোড করুন এখনি।

আজকে নিয়ে এলাম আপনাদের জন্য দরকারী এক সফটওয়্যার, যা আপনাকে দিবে নানামুখী সুবিধা। Notepad++ একটি ফ্রি সোর্স কোড এডিটর এবং Notepad এর উপযুক্ত বিকল্প। এটি বেশ কয়েকটি প্রোগ্রামিং ভাষা সমর্থন করে. MS Windows এ চলমান, এর ব্যবহার GPL এর দ্বারা পরিচালিত। Scintilla নামক শক্তিশালী এডিটিং কম্পোনেন্ট এর ভিত্তিতে তৈরি, C++ এ লেখা। এটি এর সম সাইজ এর প্রোগ্রামের তুলনায় অনেক ফাস্ট ও লাইট। Notepad + বিশ্বের কার্বন ডাই অক্সাইড নির্গমন কমাতে অবদান রাখছে কারন এটি কম CPU-র শক্তি ব্যবহার করে বিদ্যুৎ খরচ কমায়। ডাউনলোড করুন এখান থেকে । ধন্যবাদ।