Sunday, July 15, 2012

ফোল্ডারের আইকন পরিবর্তন করুন। (সফটওয়্যার ছাড়াই)

এই টিপসটি হয়তো অনেকেই জানেন, যাঁরা জানেন না বা নতুন কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য।

প্রথমে নিচের ছবি গুলো লক্ষ্য করুন।...



আগের অবস্থা:-   
পরের অবস্থা:-
এটা করা খুব সহজ। এর জন্য যা করতে হবে:-
১)যেই ফোল্ডারের আইকন পরিবর্তন করতে চান তার propertise এ যান।
২)এরপর নিচের চিত্রের মতো customize এ গিয়ে change icon এ ক্লিক করুন।
 ৩)এরপর নিচের মতো window আসলে,আপনার পছন্দের icon টি সিলেক্ট করে apply+ok করুন।
ব্যাস হয়ে গেলো।
 কাজ শেষ।
 



0 comments:

Post a Comment