Sunday, November 11, 2012

☼ মোবাইল থেকে Glitter Text ব্যবহার করে Post বা Comment করুন ☼

আসসালামুআলাইকুম। কেমন আছেন সবাই?
আমি আজকে শিখাবো মোবাইল থেকে কিভাবে Glitter text তৈরি করতে হয়।
Glitter text কি জানেন না?
তাহলে নিচের ছবি গুলি দেখুন ।

এইবার বুঝতে পারছেন?
এখন শুরু করা যাক:

প্রথমে
মোবাইল থেকে - এখানে ক্লিক করুন
অথবা
পিসি থেকে - এখানে ক্লিক করুন
প্রবেশ করুন. .
এইবার ডানদিকে input box এ যেখানে Glitter text লিখা আছে সেই box এ আপনার word টি লিখুন. .
নিচে Glitter text font, size, alinement, color ইত্যাদি select করে Make glitter এ ক্লিক করুন।
এখন নিচে page link, direct link, HTML code, BB code ইত্যাদি লিখা দেখতে পাবেন ।
আপনি আপনার দরকারি code টি কপি করে বিভিন্ন্য ফোরাম, ব্লগ বা টিপসটিউনার এ পেস্ট করুন।
Note :  ফোরামের জন্য BB Code এবং সাইট কিংবা ব্লগের জন্য HTML Code copy করবেন।
ব্যস, আপনার কাজ শেষ ।

কেমন হয়েছে, জানাতে ভুলবেন না ।
কমেন্ট করে জানান।
 তবে এই কোড গুলো facebook এ কাজ করবে না।


Top Mobile Games

2 comments: