Wednesday, November 28, 2012

আপনার জিমেইল কেউ হ্যাক করতে পারবে না... [১০০% নিশ্চিত থাকুন]

আসসালামু আলাইকুম। পরকরুনাময় আল্লাহ পাকের নামে শুরু করছি। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন।
অনেক সময় অসতর্কতার কারনে ইমেইলের পাসওয়ার্ড চুরি (হ্যাক) হয়ে যায়।জিমেইল ব্যবহারকারীরা মোবাইল ভেরিফিকেশন চালু ইচ্ছে করে ইমেইলের নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে পারেন।
এটি চালু করলে প্রতিবার আপনার ইমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে। উক্ত কোড ছাড়া ইমেইল চালু করা যাবেনা,যার ফলে হ্যাকারদের পক্ষে আপনার ইমেইল আয়ত্তেনেয়া সম্ভব হবে না।
মোবাইল ভেরিফিকেশনচালু করার জন্য প্রথমে আপনার জিমেইল আইডি লগইন করুন।
এরপর সবার উপরে ডানে settings অপশনে যান, সেখান থেকে account ট্যাবের অর্ন্তগত google account settings অপশনে ক্লীক করুন।
এখন security ট্যাব থেকে using 2-step verification অপশনে ক্লীক করুন ।
এরপরের পেজে start setup বাটনে ক্লীক করুন।
এখন আপনার মোবাইল ভেরিফাই করার জন্য একটি পেজ আসবে,উক্ত পেজের ড্রপ ডাওন মেনু থেকে Text message (sms) or voice call নির্বাচন করুন।
এরপর Add a mobile or landphone number where google can send code ড্রপ ডাওন মেনুতে Bangladesh নির্বাচিত করুন এবং ডান পাশের খালি বক্সে আপনার মোবাইল number লিখুন।
এখন send code বাটনেক্লীক করুন। এরপর জিমেইল থেকে আপনার মোবাইলে এসএমএসের মাধ্যমে একটি কোডআসবে । উক্ত কোডটি code লেখা বক্সে লিখে verify বাটনে ক্লীক করুন এবং next চাপুন।
পরবর্তী পেজেও next চাপুন।
এরপর Add a backup পেজ আসবে , এই পেজে আপনাকে ১০টি ব্যাকআপ কোড দেয়া হবে। যদি কোন কারনে আপনার মোবাইল হারিয়ে যায় বা মোবাইলে ম্যাসেজ না আসে তাহলে ব্যাকআপ কোড দিয়ে ইমেইল লগইন করতে পারবেন। তাই ব্যাকআপ কোডগুলো সাবধানে গোপন স্থানে সংরক্ষন করে রাখুন। ব্যাকআপ কোড সংরক্ষনের পর Yes,I have a copy of my backup verification codes অপশনে টিকwP‎‎ý দিয়ে next দিন।
এরপরের পেজে আপনার আরেকটি বিকল্প মোবাইল দিয়ে next চাপুন।
তারপর Turn on 2-step verification অপশনে ক্লীক করলেই মোবাইল ভেরিফিকেশন চালু হয়ে যাবে।
এখন থেকে প্রতিবার জিমেইল লগইন করার সময় আপনার মোবাইলে একটি কোড পা�� ানো হবে, একমাত্র ঐ কোড ব্যবহার করেই জিমেইল লগইন করা যাবে।


1 comment: