Thursday, November 8, 2012

স্ট্যাটাস বারেই দেখুন কত পার্সেন্ট ব্যাটারি ব্যাকআপ রয়েছে।


স্মার্টফোন বা ট্যাবলেটটি যেই কোম্পানিরই হোক আর যেই কাজেই ব্যবহার করা হোক না কেন, একটি বিষয়ে ব্যবহারকারীরা সবসময়ই যত্নশীল হয়ে থাকেন, আর তা হলো ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ বাড়ানো নিয়ে। গুগল প্লে স্টোর থেকে অনেকেই অনেক ধরনের ব্যাটারি ব্যাকআপ বাড়ানোর অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকেন। অবশ্য নিজে একটু যত্নশীল হলেই কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই ব্যাটারি ব্যাকআপ বাড়ানো যায়। তবে আজ আমরা এমন একটি অ্যাপ্লিকেশনের কথা জানাবো যেটি ব্যাটারি ব্যাকআপ বাড়াতে কোনো কাজে না আসলেও আপনার প্রতিদিনের জন্য এটি একটি অপরিহার্য্য অ্যাপ্লিকেশন হয়ে দাঁড়াবে।
 
 ইতোমধ্যেই হয়তো শিরোনাম থেকে ধারণা করে ফেলেছেন আজকের এই অ্যাপ্লিকেশন কী কাজে আসবে। এটি ছোট্ট একটি ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লিকেশন যা আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের স্ট্যাটাস বারেই দেখাবে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে। প্রথমে শুনে এটা খুব একটা কাজের মনে না হলেও বাস্তবে এটা কিন্তু অনেক কাজের। অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি আইকন দেখে খুব একটা ধারণা করা যায় না আপনার ব্যাটারিটি আর কতক্ষণ ব্যাকআপ দিতে পারে। কত পার্সেন্ট ব্যাটারি পাওয়ার অবশিষ্ট রয়েছে তা দেখতে হলে আবার যেতে হয় সেটিংস থেকে অ্যাবাউট ফোনের ভেতরের একটি মেনুতে। স্বভাবতঃই অ্যান্ড্রয়েড ডিভাইসের ব্যাটারি ব্যাকআপ ফিচার ফোনের তুলনায় কম থাকার ফলে প্রায়ই আপনাকে দেখতে হতে পারে যে কতখানি ব্যাকআপ রয়েছে। আর এ জন্য বারবার অতদূর যাওয়া সত্যিই বিরক্তিকর।

ব্যাটারিঃ-

আজ যেই অ্যাপ্লিকেশনের কথা বলবো তার নাম ব্যাটারি। এর কাজ খুব ছোট। আপনার ব্যাটারি কত পার্সেন্ট বাকি রয়েছে তা আপনার ফোনের বা ট্যাবলেটের স্ট্যাটাস বারে দেখাবে এটি। আর নোটিফিকেশনের জন্য বারটি ড্র্যাগ করে নিচে নামিয়ে আনলে কত ঘণ্টা কত মিনিট ব্যাকআপ দেবে তাও জানতে পারবেন। আর যদি ব্যাটারি আইকনের উপর ক্লিক/ট্যাপ করেন, তাহলে অ্যাপ্লিকেশনের ইন্টারফেসটি চালু হবে যেখানে আপনি একই তথ্য দেখতে পাবেন।


স্ট্যাটাস বারে লক্ষ্য করলে দেখবেন ৭৯%-এর ৭৯ সংখ্যাটি লেখা রয়েছে যেটি সবসময়ই আপনি দেখতে পারবেন।এই পর্দায় আপনি ব্যাটারি কত পার্সেন্ট রয়েছে তা ছাড়াও ডিভাইসের বর্তমান পাওয়ার সোর্স দেখতে পারবেন। ছবিতে দেখছেন BAT লেখাটি হাইলাইট রয়েছে যার অর্থ ডিভাইসটি এখন ব্যাটারির পাওয়ারে চলছে। এটি চার্জারে কানেক্ট করলে AC এবং ইউএসবি পোর্টে কম্পিউটারের সঙ্গে কানেক্ট করলে USB লেখাটি হাইলাইট হবে এবং উপরে ব্যাটারি চার্জ হতে কত সময় লাগবে তা দেখাবে।
 
আপনি যদি কোনো কারণে স্ট্যাটাস বার থেকে কত পার্সেন্ট ব্যাটারি রয়েছে তা মুছে ফেলতে চান তাহলে Notification বাটনে ট্যাপ করলেই হবে। আবার Advanced বাটনে ট্যাপ করে আপনি ডিভাইসের বর্তমান তাপমাত্র, ভোলটেজ, ব্যাটারির অবস্থা এবং ব্যাটারিতে ব্যবহৃত প্রযুক্তি (সাধারণত লিথিয়াম-আয়ন) দেখতে পারবেন। এগুলোর মধ্যে ডিভাইসের তাপমাত্রা কত সেটা দেখাই বেশি জরুরি। কেননা এটি ৪২-৪৫ সেলসিলয়াস (C) এর দিকে চলে গেলে তা ডিভাইসের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে ডিভাইস রিস্টার্ট করা একটি উপায় হতে পারে।
 
মূলত এতটুকু কাজের জন্যই ব্যাটারি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে ৫ স্টার (সর্বোচ্চ) রেটিং পেয়েছে (এই লেখাটি লেখার সময়) ১ লাখ ২২ হাজার ৪৫০ জন ব্যবহারকারীর কাছ থেকে। আর ১০ লাখেরও বেশি মানুষ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন।
আপনার ডিভাইসের ব্যাটারির অবস্থা জানতে এখনই ডাউনলোড করে ইন্সটল করে নিন ছোট এই অ্যাপ্লিকেশনটি।
 
গুগল প্লে স্টোর লিংকঃ   ব্যাটারি - Click Here to Download

ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।
আশা করছি এবার একমত হতে বাধ্য হবেন যে ব্যাটারি অ্যাপ্লিকেশনটি প্রত্যেক অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ডিভাইসেই ইন্সটল থাকা উচিৎ।

Top Mobile Games & Apps


Free Adult Fun 18+

0 comments:

Post a Comment