Saturday, December 8, 2012

কিভাবে বুঝবেন আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছেন কিনা?

আসসালামু আলাইকুম। আজকে একটি দরকারি টিপস নিয়ে এলাম।
 
আপনি যখন কাউকে মেইল করছেন তখন সে আপনার মেইল আদৌ দেখলো কিনা সেটা কিভাবে বুঝবেন?
যখন কাউকে মেইল পাঠানো হয় তখন প্রাপক মেইলটি পড়লো কিনা তা প্রেরক বুঝতে পারে না।
তাই বিভিন্ন টুলস দ্বারা মেইল ট্রাকিং করা যায়।

তবে এসব টুলসের বেশিরভাগই পেইড মানে টাকা দিয়ে কিনতে হয়।
তবে ফ্রি কিছু আছে তার ভিতর Write Inbox এর সার্ভিস ভালো।

তবে এই ফ্রি সার্ভিসটি শুধু GMAIL এর জন্য।
এটি Mozilla Firefox Google Chrome এ সাপোর্ট করে।
এখানে ক্লিক করে এডঅন্সটি ডাউনলোড করে ইন্সটল করুন। 
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।

তারপর আপনার ব্রাউজারটি রিস্টার্ট করুন।
এখন Gmail এ লগ ইন করে Compose Message অপশনে যান দেখবেন ১ম অপশন Send Now, ২য় অপশন Send Later, ৩য় অপশন Track Box এসেছে।

আপনি এখন মেইল পাঠানোর আগে Track Box টি চেক করে সেন্ড করবেন। তখন আপনার মেইলটি সেন্ড হবে এবং একটি বার্তা দেখাবে Please wait. Email tracking is in progress - এই বার্তা দেখাবে এবং ট্রাকিং সেট হয়ে যাবে।
এখন মেইলটি প্রাপক পড়লেই আপনি জানতে পারবেন।
আজ এ পর্যন্তই।
ধন্যবাদ।

0 comments:

Post a Comment