Wednesday, June 27, 2012

কাস্টমার কেয়ার সেন্টার এ দৌড়া দৌড়ির দিন শেষ.....!!!

কিছু কিছু জাভা ফোন বা নতুন released হওয়া ফোন গুলাতে auto কনফিগার করা যায় না।
অর্থাৎ আমরা যখন ইন্টারনেট use করতে যাই তখন ইন্টারনেট settings এর প্রয়োজন হয়। কিন্তু সেসব ফোন service center থেকে auto sms এর মাধ্যমে settings গুলা save করা যায় না। সেক্ষেত্রে ওটা করতে customer care সেন্টারে যেতে হয়।
তবে সিম্বিয়ান ফোন এবং কিছু জাভা ফোনে অবশ্য ফোন থেকেই ইন্টারনেট settings বা access point তৈরি করা যায়।তবে যেসব জাভা ফোনে ওটা করা যায় না তাদের জন্যই আমার এই টিপস।

ওটা করতে লাগবে আপনার নির্দিষ্ট জাভা ফোন ও অপর একটি জাভা বা সিম্বিয়ান ফোন।

এবং লাগবে এই ছোট জাভা সফটওয়্যার টি।

ডাউনলোড= s40provg8_2.jar

যা করতে হবে=

১. প্রথমে সফটওয়্যার টি অন্য জাভা বা সিম্বিয়ান ফোনে ইনস্টল করুন।
২. সফটওয়্যার টি ওপেন করে একে একে আপনার ইন্টারনেট সার্ভিস এর name, ip, apn, পছন্দের username, password দিন।
 ৩. সব কিছু করা হয়ে গেলে আপনার মেমরি কার্ডে দেখবেন যে .prov extension যুক্ত একটা ফাইল তৈরি হয়েছে।
 ৪. এখন ওটা bluetooth এর মাধ্যমে নিজের ফোনে send করুন। bluetooth দিয়ে পার করার জন্য জাভা ফোনে blueftp এবং সিম্বিয়ান ফোনে xplore ব্যবহার করতে পারেন।

ফাইল টা bluetooth দিয়ে send করলে আপনার ফোন সেটা ইন্টারনেট setting হিসেবে ধরবে। এবার ওটা সেভ করুন। এবং ফোনের settings/configuration ও গিয়ে aplly করুন।

তাই এখন আর ইন্টারনেট settings এর জন্য customer care সেন্টার এ দৌড়াতে হবে না।


আপনাদের সুবিধার্থে বিভিন্ন কম্পানির ইন্টারনেট  settings গুলার details দিলাম এখানে

Top Mobile Games 

0 comments:

Post a Comment