Monday, November 18, 2013

কিভাবে RAM Expender ব্যবহার করে Android সেটের RAM বৃদ্ধি করবেন?


এই পদ্ধতিতে RAM বাড়ানোর জন্য আপনার ডিভাইস Swap File supported হতে হবে না হলে RAM বাড়ানো যাবে না। 

যা লাগবেঃ
  1. ১টা Class 8 / 10 Micro SD Card, 
  2. Busy Box Pro.apk apps, 
  3. RAM Expender.apk apps ও 
  4. আপনার ডিভাইস Root করা হতে হবে।  
১ম এ Busy Box Pro apps টা এখান থেকে ডাউনলোড করে   সেটে ইন্সটল করে ওপেন করুন ওপেন হবার পর Install লেখা অপশন পাবেন সেখানে টাচ করুন  Install Type Normal Install ক্লিক করুন, Super User permission চাইলে Grant / Accept করুন। Install করা শেষ হলে বের হয়ে যান।

এখন Ram Expender টা ডাউনলোড করে     ইন্সটল করে ওপেন করুন।  Super User permission চাইলে Grant / Accept করুন।

ধাপ-১: নিচের ছবির মত আসবে, এখানে Swap File লেখা অপশনে ক্লিক করুন একটা বক্ষ আসবে এখানে কত MB RAM বাড়াতে চান তা লিখুন। আপনার সেটে যা RAM দেয়া আছে তার সমান হলে ভাল হয় খুব বেশি হলে দ্বিগুন করতে পারেন কিন্তু তার বেশি করবেন না।
অর্থাৎ, যদি আপনার সেটের RAM 512MB হয় তাহলে আপনি 512 MB / 1GB RAM বাড়াতে পারবেন। সমান সমান করাই ভাল।


ধাপ-২:  Swappiness লেখার উপর ক্লিক করলে যে বক্স আসবে সেখানে 50 লিখুন। 

ধাপ-৩:  MinFreeKB লেখায় ক্লিক করে যে বক্স আসবে সেখানে 1-20 যা ইচ্ছা দিন 20 এর বেশি দিলে সেট মাঝে মাঝে স্লো আচরণ করতে পারে। 

এবার এপসটির উপরে Swap active লেখায় টিক দিলে Swap File Create করা শুরু হবে কিছুক্ষন অপেক্ষা করুন। কাজ শেষ হলে আপনার SD Card এর স্পিড দেখাবে।  ( Swap File তৈরির আগে Apps টির Settings এর SDCARD Directory তে গিয়ে Swap File কোথায় তৈরি হবে তা নির্ধারন করে দিতে পারেন, না করলে Apps নিজেই Directory তৈরি করে নিবে সয়ংক্রিয় ভাবে। )


Close করে বের হয়ে যানএখন Notify Icon Autorun অপশন ২ টায় টিক দেন।
কাজ শেষ।

তবে সেট ডাটা কেবল দিয়ে পিসিতে কানেক্ট করলে Swap RAM বন্ধ হয়ে যাবে, তাই প্রতিবার পিসি থেকে সেট ডিসকানেকট করার পর RAM Expender এ ঢুকে Swap active লেখায় টিক দিয়ে Swap RAM চালু করে নিতে হবে।
এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে।
Swap RAM কত আর কতটুকু খালি আছে।
সবশেষে মোট RAM কত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

Class 8 / 10 Memory Card ছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে কোন লাভ নেই।
সেট রুট করার ব্যপারে জানতেঃ    https://www.facebook.com/groups/droidgo এই গ্রুপে জয়েন করুন।

সবচেয়ে কার্যকরী উপায়ঃ   RoheSoft RAM Expendar Pro ভার্শন দিয়ে কিভাবে লাইসেন্স ছাড়াই ফ্রী তে RAM বাড়াবেন?

1 comment:

  1. আপনি যা বলেছেন আমি করেছি। কিন্তু ram create হওয়ার সময় আমক warning দেয়। বলতেছে আমি description পরিনি। আর compatible কিনা check করতে বলছে memoryiinfo swap check দিয়ে। আমি সেটি দিয়ে check করার সময় বলে your device kernel is not swap compatible. but you can use this adfree! when you need to find a custom rom for your device। প্লিজ মাকে সমাধান দিন।

    ReplyDelete