Wednesday, June 27, 2012

ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর

এর চেয়ে সহজ উপায়ে PDF তৈরি করা ক্ষন ও সম্ভব না :)) যে কোন ফাইল , ইমেজ, ওয়েবপেজ , ওয়ার্ড এক্সেল প্রায় সব কিছিকেই পিডিএফ এ রুপান্তর করা যায়ঃ-
ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তরঃ  
মাইক্রোসফট ওয়ার্ড ওয়ার্ড ফাইলকে পিডিএফ ফাইলে খুব সহজেই রূপান্তর করা সম্ভব। এমনকি বাংলা লেখাও হুবহু থাকবে, কোথাও ভেঙে যাবে না। এর জন্য প্রয়োজন ‘ডুপিডিএফ’ নামের ৩.৯৯ মেগাবাইটের একটি সফটওয়্যার। সফটওয়্যারটি ফ্রি ডাউনলোড করুন, 
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।  5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন। 
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে    

সফটওয়্যারটি সঠিক নিয়মে আপনার কম্পিউটারে ইনস্টল করুন। এবার যে ওয়ার্ড ফাইলকে পিডিএফে রূপান্তর করতে চান, সেই ওয়ার্ড ফাইলটি ওপেন করুন। এবার File এ গিয়ে Print এ ক্লিক করুন অথবা কী-বোর্ডে Ctrl+P চাপুন। এবার যে Print উইন্ডো আসবে সেখানে Printer Name অপশনে doPDF নির্বাচন করে OK করুন। এবার যে উইন্ডো আসবে সেখানেও OK করুন। তৈরি হয়ে গেল আপনার পিডিএফ ফাইল। এবার যে ফোল্ডারে আপনার ওয়ার্ড ফাইলটি আছে, ঠিক সেই ফোল্ডারেই পেয়ে যাবেন একই নামের পিডিএফ ফাইল।  

0 comments:

Post a Comment