Saturday, July 28, 2012

Egopay তে একাউন্ট খোলার ও টাকা তোলার নিয়ম।

Egopay , এলার্টপে (AlertPay)/ Payza এর মত অনলাইনে টাকা পাঠানো এবং রিসিভ করার নিরাপদ মাধ্যম।
যাই হোক এখন আমি আপনাদের কিভাবে একাউন্ট খুলতে হয় এবং টাকা উঠাতে হয় সে ব্যাপারে বলবোঃ  . . .
প্রথমে এখান থেকে ফ্রী Sign Up করুনEgopay তে 2 ধরনের একাউন্ট আছে। আপনি Personal একাউন্ট Select করে  সাইন আপ করুন। সাইন আপ শেষ হলে আপনাকে একটি ইমেইল পাঠাবে Egopay থেকে। আপনি আপনার ইমেইল একাউন্টে লগ ইন করে Egopay থেকে পাঠানো লিংকটিতে ক্লিক করে ইমেইল Verify করুন। (যদি লিংকে সরাসরি ঢুকতে না চায় তাহলে লিংকটি কপি করে ব্রাউজারের এড্রেস বারে পেষ্ট করে Enter করুন।) 





একাউন্ট করার পর তা থেকে আপাতত সরাসরি ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন না। আপনাকে প্রথমে টাকা Egopay থেকে Payza তে টাকা ট্রান্সফার করতে হবে। তারপর Payza থেকে ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
নিচের ছবিতে দেখুন  প্রথমে Withdraw তে ক্লিক করে Payza ক্লিক করুন।

তারপর  নিচের ছবির মত পেইজ আসবে সেখানে  Payza Receiver email এ আপনার পেইজা একাউন্টের Email address দিন।
Amount অপশনে কত ডলার শেন্ড করতে চান তা লিখুন। Submit press করুন।



কিভাবে এলার্টপে (AlertPay / Payza) তে একাউন্ট খুলবেন এবং টাকা তুলবেন?

 

2 comments:

  1. amo ai account khulte parcna...plzzz help me

    ReplyDelete
    Replies
    1. PC থেকে যেভাবে বলেছি সেভাবে ট্রাই করেন, মোবাইলে হবে না।

      Delete