Saturday, August 25, 2012

PC তে স্ক্রিন শট নিন সহজে সফ্টওয়্যার ছাড়াই :

অনেক সময় ওয়েবসাইট কিংবা কোন পাতার স্ক্রিন শট নেয়ার প্রয়োজন হয়। এ জন্য
যে পাতা কিংবা ওয়েবসাইটের স্ক্রিন শট নিতে চান সেটি খুলে একবার কিবোর্ডের Print Sreccn একবার চাপুন।

এবার Start\Programs\Accessories\Paint গিয়ে Ctrl+V চাপুন। 
দেখুন আপনার ওয়েবসাইট কিংবা পাতার স্ক্রিন শট নেয়া হয়ে গেছে। 
Now save file.
অনেকেই জানেন যারা জানেন না বা নতুন পিসি কিনেছেন তাদের জন্য অনেক কাজের একটা টিপস।



Top Mobile Games

0 comments:

Post a Comment