Friday, September 28, 2012

কম্পিউটারের গতি বাড়িয়ে নিন নোটপ্যাডের মাধ্যমে, দারুন ইজি।


আজ আমি আপনাদের ছোট টিপস আপনাদের সামনে নিয়ে এসেছি যা দিয়ে আপনি আপনার কম্পিউটারের র‍্যাম কে ক্লিন করে কম্পিউটারের গতিকে ধরে রাখতে পারবেন। এই জন্য আপনাকে দুইটি কাজ করতে হবে।

প্রথমে আপনি নোটপ্যাডের কাজ টি করার আগে নিচের এই টিপসটি অনুসরন করুন।

My Computer ওপেন করে Tools এ যান এবং Folder options এ ক্লিক করুন। এবার যে উইন্ডো আসবে তাতে View তে ক্লিক দিয়ে “Hide extension for known file type” টিক চিহ্ন তুলে দিয়ে Ok করুন।



এবার নোটপ্যাডের কাজ কিভাবে করতে হবে দেখে নিন——————-

প্রথমে স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড ওপেন করুন এবং তাতে লিখুন mystring=(80000000) এবং ডেস্কটপে সেভ করুন RAM. Vbe নামে। এবার আপনি যখনই সময় পাবেন RAM. Vbe নামের ফোল্ডার টি তে ক্লিক করে র‍্যাম কে ক্লিন করে প্রায় ৮০% গতি বৃদ্ধি করে নিন।

 Top Mobile Games


5 comments:

  1. I can't find (My computer>tools>folder option) ur system. So if can possible write details please.

    ReplyDelete
    Replies
    1. ভাই কম্পিঊটার কয় দিন হয় ব্যাবহার করেন?
      ভালো হয় আগে থেকে ব্যাবহার করে তাদের সাহায্য নিন।
      আমি তো আর আপনাকে লাইভ দেখাতে পারতেছি না। যারা ব্যাবহার করে তারা এটা পড়লেই বুঝবে।

      Delete
  2. acca vai....hide extension for known file type ki on rakhbo naki off rakhbo....plz janaben...

    ReplyDelete
  3. i also cant find computer >tools>folder..........

    ReplyDelete