Thursday, November 15, 2012

ফোল্ডারে কমেন্ট যোগ করাঃ

আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো আছেন।
আজকে একটি ছোট কিন্তু দরকারি software শেয়ার করবো।
কোনো ফোল্ডারের ভিতর না ঢুকলে বোঝা যায় না তার ভিতর কি আছে। কিন্তু আপনি যদি নির্ধারিত কোনো ফোল্ডারের উপর মাউস ধরলেই যদি ফোল্ডারের ভিতরের content সম্পর্কে মন্তব্য পেয়ে যান তাহলে কেমন হয়?


ফোল্ডারে মন্তব্য যোগ করার জন্য  এখানে ক্লিক করে CommentExtXP  সফটওয়্যারটি (মাত্র ১৬ KB)  ডাউনলোড করে  ইনস্টল করুন।
এবার কোনো ফোল্ডারের উপর মাউসের ডান বাটন ক্লিক করে Add Comment এ ক্লিক করলেই একটা টেক্সট বক্স আসবে সেখানে আপনি ঐ ফোল্ডারের ব্যাপারে মন্তব্য লিখে যুক্ত করতে পারবেন।
এরপর আপনি উক্ত ফোল্ডারের উপর cursor রাখলেই মন্তব্যটি দেখাবে।

0 comments:

Post a Comment