Thursday, December 12, 2013

RoheSoft RAM Expendar Pro ভার্শন দিয়ে কিভাবে লাইসেন্স ছাড়াই ফ্রী তে RAM বাড়াবেন?



এই পদ্ধতিতে RAM বাড়ানোর জন্য আপনার ডিভাইস Swap File supported হতে হবে না হলে RAM বাড়ানো যাবে না। 
 
এর আগে একটা পোস্টে ফ্রি RAM Expandar দিয়ে সহজে RAM বাড়ানোর পদ্ধতি দেখিয়েছিলাম। কিন্তু সেই RAM Expandar টা ফ্রি ভার্শন হওয়ায় মাঝে মাঝে সেট স্লো করে ফেলে। তাই আজ দেখাব কিভাবে এর Pro version লাইসেন্স ছাড়াই ফ্রিতে চালাবেন। পদ্ধতিটা একটু জটিলঃ

যা যা লাগবেঃ



১ম এ TitaniumBackup Pro.apk ইন্সটল করে ওপেন করুন। User Permission চাইলে Grant করুন। আগেই ইন্সটল করা থাকলে ইন্সটল করা লাগবে না। Free version হলে হবে না। তাই Pro version না থাকলে ডাউনলোড করে নিন। এখন উপরের দিকে Backup / Restore option এ যান। Google Playstore খুজে বের করুন। তারপর তার উপর ক্লিক করুন। 



এখন উপরের দিকে বাম পাশে থাকা Backup click করুন। ব্যাকআপ শেষ হলে ডানপাশে থাকা Uninstall বাটনে ক্লিক করে Playstore টা uninstall করুন।
 

এবার LuckyPatcher.apk ইন্সটল করে ওপেন করুন। User Permission চাইলে Grant করুন। আগেই ইন্সটল করা থাকলে ইন্সটল করা লাগবে না। একদম নিচের দিকে বামপাশে থাকা Toolbox এ ক্লিক করেন নতুন একটা Screen আসবে সেখানে থাকা Install Modded Google  Playstore এ ক্লিক করুন। 

এরপর Modded Google Playstore 4.4.21 সিলেক্ট করে একদম নিচের দিকে থাকা Install press করেন। ইন্টারনেট একটিভ থাকতে হবে। 6.7MB এর ডাটা ডাউনলোড হবে সময় লাগবে।


ইন্সটল শেষ হলে Lucky Patcher দিয়ে বের হয়ে যান।

এবার RoheSoftRAM Expendar 2.06.apk টা ইন্সটল করে ওপেন করুন। Option এ গিয়ে SD Card Directory তে গিয়ে আপনার Class 8/ 10 মেমরি কার্ড সিলেক্ট করুন।
এখন Optimal Value তে ক্লিক করুন। তারপর SwapFile এ ক্লিক করে কত MB RAM বাড়াতে চান তা লিখুন, সেটের যা RAM তার সমান হলে ভাল হয় বেশি লাগলে দ্বিগুন করতে পারেন আমি 768 Mb বাড়াইছি। 

এখন Swap Active এ ক্লিক করুন। Super User Permission চাইলে Grant করুন। Swap file তৈরি হবে অপেক্ষা করুন। তৈরি শেষ হলে Memory Card এর স্পিড দেখাবে। 

এপসটির নিচের দিকে গ্রাফ আকারে RAM এর Status দেখাবে। আপনার সেটের অরিজিনাল RAM কত আর কতটুকু খালি আছে।
Swap RAM কত আর কতটুকু খালি আছে।
সবশেষে মোট RAM কত হয়েছে আর কতটুকুই বা খালি আছে।

সতর্কতাঃ
 

1.     PC তে ডাটা ক্যাবল লাগানোর আগে Swap Active থেকে টিক তুলে দিবেন অন্য কোন অপশনে হাত দিবেন না। কিছুক্ষণ অপেক্ষা করে তারপর ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করবেন না হলে Memory Card এর সমস্যা হতে পারে। অনেকে দাত বের করে বলবেন আমার তো সমস্যা হয় না। অপেক্ষা করেন সমস্যা শুরু হলে দৌড়াইয়া দিশা পাবেন না। মেমরি কার্ড Format করতে করতে জীবন শেষ হয়ে যাবে, কি দরকার কার্ডের উপর চাপ দেবার।

2.     ডাটা ক্যাবল খুলে ফেলার পর আবার RAM Expander open করে Swap Active এ টিক দিন অন্য কোথাও ক্লিক করবেন না।

3.     Memory Card এ যে Swap File তৈরি হয়েছে তা ডিলেট করার চেষ্টা করবেন না। যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকতে দিন।

4.     সেটে কোন Cleaner / booster / Task killer ইউজ করলে সেগুলার White List / Ignore List RAM Expander রাখুন।

আজ এ পর্যন্তই কষ্ট করে চোখ ব্যাথা কইরা পড়ার জন্য ধন্যবাদ। 


Class 8 / 10 Memory Card ছাড়া RAM বারানো যাবে না, বারিয়ে কোন লাভ নেই।
সেট রুট করার ব্যপারে জানতেঃ    https://www.facebook.com/groups/droidgo এই গ্রুপে জয়েন করুন।


0 comments:

Post a Comment