Monday, June 11, 2012

জিমেইলের তথ্যগুলো সংরক্ষণ করুন.

আজকাল ই-মেইল ঠিকানা, ফেসবুক ঠিকানা হ্যাক্ড হয় নানাভাবে। এ থেকে রক্ষা পেতে চাইলে আপনার জিমেইলের ব্যাকআপ রাখতে পারেন আপনার কম্পিউটারে বা অন্য কোনো জিমেইল আইডিতে। আর এটি করার জন্য প্রথমে  এখানে ক্লিক করে ডাউনলোড করুন। 
 ৪ মেগাবাইটের জিমেইল ব্যাকআপ সফটওয়্যারটি বিনা মূল্যে নামিয়ে ইনস্টল করে নিন।
ডাউনলোড লিংকে ক্লিক করুন তারপর 5sec wait করে নিচের ছবির মত পেইজের ডান পাশে আসা Skip Ad এ ক্লিক করে ডাউনলোড করুন।    5 sec এর ভিতর Skip AD না আসলে পেইজটি Reload করুন।

এখন সফটওয়্যারটি খুলে জিমেইল আইডি, জিমেইলের পাসওয়ার্ড, কোথায় সেভ করতে চান, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যাকআপ রাখতে চান লিখে ব্যাকআপ বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। জিমেইলে ব্যাকআপ ফাইল তৈরি হয়ে যাবে। আবার রি-স্টোর করতে চাইলে একই পদ্ধতিতে সফটওয়্যারটি ওপেন করে জিমেইল আইডি (যে আইডিতে রিস্টোর করতে চান), জিমেইলের পাসওয়ার্ড, কোথায় থেকে রি-স্টোর করতে চান (হার্ডডিস্কের যে জায়গায় ব্যাকআপ রেখেছেন), কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রি-স্টোর করতে চান লিখে রিস্টোর বাটনে ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন। দেখবেন জিমেইলের সব তথ্য রিস্টোর হয়ে গেছে।



Top Mobile Games & Apps

0 comments:

Post a Comment