Thursday, June 28, 2012

পিসি ছাড়াই হ্যাক করুন যেকোন সিমবিয়ান ডিভাইস

আগের পোস্টটি সকল s60v3 ডিভাইসে কাজ হলেও অনেক s60v5 ডিভাইসে কাজ হয় না বলে অনেকে অভিযোগ করেছেন। এছাড়া আগের পোস্টে পিসি অথবা আরেকটি হ্যাকড ডিভাইস লাগত। এবার আমরা এই দুটি সীমাবদ্ধতা কাটিয়ে উঠব ইনশাল্লাহ। আসুন কাজ শুরু করা যাক।


***সমস্ত কাজ X-Plore দিয়ে করুন।

১| Tmquarantine.zipনামিয়ে নিনX-Plore ব্যবহার করে এটি C:\\ ড্রাইভে Extract করুন।
 
২| আপনার মোবাইলে ইনস্টলকৃত যেকোন অ্যান্টি-ভাইরাস সফট রিমোভ করে দিন। এবার TrendMicro Mobile Security নামিয়ে নিন এবং ইনস্টল করুন।

৩| Trend Micro Mobile Security অপেন করুন। Option থেকে Quarantine List এ যান। ৩ টি ফাইল পাবেন।
 
আবার Option থেকে Restore সিলেক্ট করুন। পারমিশন চাইলে Yes চাপুন।
 
৪| এবার RomPatcherPlus_3.1_LiteVersion নামিয়ে নিন এবং ইনস্টল করুন। RomPatcher+ সফটটি অপেন করুন। Option/ All Patches / Apply / দিয়ে আসুন।
 ব্যাস আপনার ডিভাইস এখন হ্যাকড। তবে যদি সবুজ টিক চিহ্নের বদলে 'রেড ক্রস' আসে তবে নিম্নের নির্দেশনা অনুসরন করুন।

৫| Installservers_Packনামিয়ে নিন। আপনার ভার্সন অনুযায়ী [9.1 / 9.2 / 9.3 / 9.4 ] InstallServer অপশন থেকে কপি করে নিন। তারপর এটি C: / sys /b in/ ডিরেক্টরিতে পেস্ট করে দিয়ে আসুন। আবার RomPatcher+ খুলে Option / Add To Auto করে দিন। একবার ফোনটি অফ-অন করে নিন।


1 comment:

  1. cant dwld tmp & xplore...plz give details to dwld those contents

    ReplyDelete