Thursday, June 28, 2012

সিমবিয়ান ডিফল্ট ব্রাউজার এবং UC Browser এ ভাঙ্গা-ভাঙ্গা বাংলা দেখুন

Opera Mini তে বিটম্যাপ ফন্ট সাপোর্ট করানো গেলেও, Uc Browser এ কোন সিস্টেম নেই। তবে আমরা চাইলে একটু ম্যানুয়ালী সাপোর্ট করাতে পারি।...



১| প্রথমে FontRouter এবং FontRouter_LT নামের সফটওয়্যার দুটি নামিয়ে নিন।

২| StylusBangla ফন্টটি নামিয়ে নিয়ে মেমোরি কার্ডে সেভ করে রাখুন।

৩| FontRouter ইনস্টল হলে ওপেন করুন।
*FontRouter এবং FontRouter_LT সফটওয়ার দুটিতে Certificate Error আসলে আপনার মোবাইল ডিভাইস হ্যাক করতে হবে । **Certificate আর Key'এর ঝামেলা এড়িয়ে মাত্র ১০ মিনিটে হ্যাক করতে পারবেন আপনার ডিভাইসকে! জানতে হলে এখানথেকে ঘুরে আসুন ।


Option / Open Font গিয়ে StylusBangla ফন্টটি সিলেক্ট করুন।

 

৪| FontRouter_LT বন্ধ করে, মোবাইল একবার অন-অফ করে নিন।

ব্যাস! এবার UC Browser-এ গিয়ে দেখুন।
এই যে UC Browser এর একটি পাতাঃ

এর পর থেকে শুধু Uc Browser নয়, মোবাইলের ডিফল্ট ব্রাউজার বা মেসেজ বা অন্য যেকোন Unicode সাপোর্টেড বাংলা লেখা একইভাবে দেখা যাবে। 

1 comment: